Ajker Patrika

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, মোটরসাইকেল-প্রাইভেট কারকে চাপা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ১৯: ০৫
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, মোটরসাইকেল-প্রাইভেট কারকে চাপা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে স্ট্রোক করে এক ট্রাকচালকের (৬০) মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কারে ধাক্কা দিলে তিনজন আহত হয়। 

আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম মো. আবদুল মান্নান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান, ঢাকামুখী চলন্ত ট্রাকটি মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকা অতিক্রমের সময় হঠাৎ চালক স্ট্রোক করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোর ধাক্কা দেয় এবং পরে পাশে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে তার ওপরে উঠে যায়। এ সময় ট্রাকের চাপায় সামনে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। 

চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে চাপা দেয়। সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায়বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ট্রাকচালকের সহকারী দুলালের বরাতে আজকের পত্রিকাকে বলেন, চলন্ত ট্রাকে হঠাৎ চালক মান্নান স্ট্রোক করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং প্রাইভেট কারের পেছনের অংশ থেঁতলে দিয়ে তার ওপর উঠে যায়। 

ওসি আরও বলেন, দুর্ঘটনা-পরবর্তী স্থানীয়রা ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত