নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছে না। যারা বের হচ্ছে, তাদের পড়তে হচ্ছে সড়কের জলজটের ভোগান্তিতে। শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।
আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। এটা অন্তত আরও এক-দুই দিন অব্যাহত থাকবে।’
ভারী বৃষ্টিপাতের কারণে বেল ১টা পর্যন্ত নগরের কোথাও পাহাড়ধসের খবর পাওয়া যায়নি। তবে নগরের জিইসি মোড়, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুড়তলা, বহদ্দারহাট, আগ্রাবাদ, আতুরার ডিপো ও এর সংলগ্ন হাজীপাড়া এলাকায় সড়ক ও অলিগলির রাস্তা পানিতে ডুবে ছিল। এতে চাকরিজীবী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে গণপরিবহন কম থাকায় ভোগান্তি বেশি হয়েছে। এ ছাড়া নিচু এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। নগরের কয়েকটি সড়কে খানাখন্দ তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলেছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছে না। যারা বের হচ্ছে, তাদের পড়তে হচ্ছে সড়কের জলজটের ভোগান্তিতে। শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।
আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। এটা অন্তত আরও এক-দুই দিন অব্যাহত থাকবে।’
ভারী বৃষ্টিপাতের কারণে বেল ১টা পর্যন্ত নগরের কোথাও পাহাড়ধসের খবর পাওয়া যায়নি। তবে নগরের জিইসি মোড়, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুড়তলা, বহদ্দারহাট, আগ্রাবাদ, আতুরার ডিপো ও এর সংলগ্ন হাজীপাড়া এলাকায় সড়ক ও অলিগলির রাস্তা পানিতে ডুবে ছিল। এতে চাকরিজীবী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে গণপরিবহন কম থাকায় ভোগান্তি বেশি হয়েছে। এ ছাড়া নিচু এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। নগরের কয়েকটি সড়কে খানাখন্দ তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলেছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে