Ajker Patrika

স্ত্রীকে হত্যা করে ২৫ বছর সৌদি আরবে, দেশে ফিরেই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭: ১০
স্ত্রীকে হত্যা করে ২৫ বছর সৌদি আরবে, দেশে ফিরেই গ্রেপ্তার

স্ত্রীকে হত্যা করে সৌদি আরব চলে যান ফেনীর পরশুরাম থানার ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া। সেখানে দীর্ঘ ২৫ বছর আত্মগোপনে ছিলেন। এর মধ্যে স্ত্রী হত্যার দায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। সম্প্রতি তিনি দেশে ফেরেন। বাড়ি না গিয়ে গাজীপুরে থাকেন। সেখান থেকে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়নি। র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। ইব্রাহীমের বর্তমান বয়স ৫৯ বছর।

তিনি উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে। গত শুক্রবার রাতে ঢাকার গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ শনিবার দুপুরে র‍্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ইব্রাহীম প্রকাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এ নিয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান, ১৯৯৭ সালের ২৩ জুন মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়া পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী আনোয়ারা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করেন। এরপর আনোয়ারা আক্তারের ভাই দেলোয়ার হোসেন চৌধুরী বাদী হয়ে মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলায় ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ১৯৯৯ সালের ২ নভেম্বর তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।

বিচার চলাকালেই পাসপোর্ট করেন ইব্রাহীম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আকাশপথেই সৌদি আরব পাড়ি জমান। সৌদি আবরে টানা ২৫ বছর ছিলেন। ২৫ বছর পর সাম্প্রতিক তিনি দেশে ফিরে আসেন। এসে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় আত্মগোপনে থাকেন। কিছুদিন থেকে আবার সৌদি আবর চলে যাওয়ার কথা ছিল। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৩–এর সদস্যরা গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত