Ajker Patrika

স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সম্পাদকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ২১: ২৮
স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সম্পাদকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন গতকাল মঙ্গলবার রাতে এই অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ মে একটি সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েল তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে আবারও ’৭৫-এর হাতিয়ার হয়ে আমাদের গর্জে উঠতে হয়, আমরা প্রস্তুত আছি।’ তাঁর এমন আক্রমণাত্মক বিভ্রান্তিকর বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। তাঁর এই বক্তব্যের সমর্থন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করছি। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত