লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে গত সপ্তাহের তুলনায় ইলিশের সরবরাহ বেড়েছে। প্রতি কেজি ইলিশের দাম দুইশ থেকে তিনশ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৪ শ থেকে ১৫শ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৭ শ থেকে ১৮শ টাকা।
দীর্ঘদিন পর জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় আবারও সরগরম হয়ে উঠছে মাছঘাটগুলো। জালে ইলিশ ধরা পড়ায় খুশি জেলে ও আড়তদারেরা। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, গত কয়েক দিনের তুলনায় সাগরের পাশাপাশি মেঘনায় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বেশি। সামনে আরও বাড়বে বলে আশা করছেন তিনি। ইলিশের সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম। এইখানে জেলার ৫টি উপজেলার প্রায় ৫২ হাজার জেলে মেঘনায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এখন চলছে ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ার কথা। কিন্তু সে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন পর কয়েক দিন ধরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ব্যস্ত মৎস্যপল্লীগুলো। তবে মাছের আকার ছোট।
গত সপ্তাহের তুলনায় ইলিশের সরবরাহ বাড়ায় কমছে দামও। এক কেজি ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা। গত সপ্তাহ ছিল ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা। অর্থাৎ, হালিতে কমেছে ১ হাজার টাকা। একইভাবে প্রকারভেদে প্রতি হালি মাছের দাম কমেছে দুইশ টাকা থেকে তিনশ টাকা।
এদিকে সাগরের ইলিশে সামলাতে হচ্ছে ইলিশের চাহিদা। লক্ষ্মীপুরে প্রায় ৩০টি মাছঘাটে সরবরাহ বাড়ায় ব্যস্ত সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। কয়েক দিন ধরে মাছের সরবরাহ বাড়ছে। মাছ পাওয়ায় খুশি জেলেরা। গত দুই দিনে মজু চৌধুরীর হাট মাছঘাট থেকে প্রায় ৩০০ মণ ইলিশ বেচাকেনা হয়েছে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা।
আজ শুক্রবার বিকেলে মজুচৌধুরীর হাট ঘাটে গিয়ে দেখা যায়, নৌকায় করে ঘাটে মাছ নিয়ে আসছেন জেলেরা। সবার চোখে–মুখে আনন্দ। ক্রেতা–বিক্রেতার সরগমর জমে উঠছে মাছঘাট। সবাই ব্যস্ত সময় পার করছেন। ঘাটে এক কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৭ হাজার টাকা। তিন দিন আগেও এই মাছের দাম ছিল সাড়ে ৮ হাজার টাকা। এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়।
মতিরহাটের নুরুল হক মাঝি বলেন, নদীতে মাছ না পাওয়ায় দুই মাস ধরে নদীর পাড়ে অলস সময় পার করছি। সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে। তিন দিন ধরে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ফলে ঘাটে মাছ বিক্রি করে আবারও নদীতে মাছ শিকারে নামতে হচ্ছে। এইভাবে মাছ পেলে আর কোনো কষ্ট থাকবে না।
মজুচৌধুরীহাট মাছঘাটের জেলে কালাম মাঝি ও মিন্টু জানান, এখন ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়ার কথা। কিন্তু সে পরিমাণ মাছ মিলছে না। দীর্ঘদিন ধরে জেলেরা ইলিশ না পেলেও কয়েক দিন ধরে মাছ পাওয়ায় খুশি জেলেরা।
ক্রেতা মো. মফিজ উল্যাহ ও ফেরদৌস আলম বলেন, মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমছে। সামনে আরও কমবে আশা করা যায়। তবে ক্রেতাদের অভিযোগ, ভারতে রপ্তানি করায় প্রভাব পড়েছে প্রত্যেকটি ঘাটে। প্রকারভেদে প্রতিটি এক কেজি ওজনের এক হালি ইলিশের দাম কমছে দুইশ থেকে তিনশ টাকা। আর সিন্ডিকেটের কারণে ঘাটে মাছের দাম বেড়ে যায়। কোনো তদারকি না থাকায় প্রতিনিয়ত বাড়ছে ইলিশের দাম।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, এবার অনেক বৃষ্টি হয়েছে। নদীতে পানিও বাড়ছে। মেঘনায় ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। দামও কমছে। সামনে আরও বাড়বে আশা করা যায়। এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৫০০ টন।
লক্ষ্মীপুরে গত সপ্তাহের তুলনায় ইলিশের সরবরাহ বেড়েছে। প্রতি কেজি ইলিশের দাম দুইশ থেকে তিনশ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৪ শ থেকে ১৫শ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৭ শ থেকে ১৮শ টাকা।
দীর্ঘদিন পর জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় আবারও সরগরম হয়ে উঠছে মাছঘাটগুলো। জালে ইলিশ ধরা পড়ায় খুশি জেলে ও আড়তদারেরা। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, গত কয়েক দিনের তুলনায় সাগরের পাশাপাশি মেঘনায় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বেশি। সামনে আরও বাড়বে বলে আশা করছেন তিনি। ইলিশের সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম। এইখানে জেলার ৫টি উপজেলার প্রায় ৫২ হাজার জেলে মেঘনায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এখন চলছে ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ার কথা। কিন্তু সে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন পর কয়েক দিন ধরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ব্যস্ত মৎস্যপল্লীগুলো। তবে মাছের আকার ছোট।
গত সপ্তাহের তুলনায় ইলিশের সরবরাহ বাড়ায় কমছে দামও। এক কেজি ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা। গত সপ্তাহ ছিল ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা। অর্থাৎ, হালিতে কমেছে ১ হাজার টাকা। একইভাবে প্রকারভেদে প্রতি হালি মাছের দাম কমেছে দুইশ টাকা থেকে তিনশ টাকা।
এদিকে সাগরের ইলিশে সামলাতে হচ্ছে ইলিশের চাহিদা। লক্ষ্মীপুরে প্রায় ৩০টি মাছঘাটে সরবরাহ বাড়ায় ব্যস্ত সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। কয়েক দিন ধরে মাছের সরবরাহ বাড়ছে। মাছ পাওয়ায় খুশি জেলেরা। গত দুই দিনে মজু চৌধুরীর হাট মাছঘাট থেকে প্রায় ৩০০ মণ ইলিশ বেচাকেনা হয়েছে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা।
আজ শুক্রবার বিকেলে মজুচৌধুরীর হাট ঘাটে গিয়ে দেখা যায়, নৌকায় করে ঘাটে মাছ নিয়ে আসছেন জেলেরা। সবার চোখে–মুখে আনন্দ। ক্রেতা–বিক্রেতার সরগমর জমে উঠছে মাছঘাট। সবাই ব্যস্ত সময় পার করছেন। ঘাটে এক কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৭ হাজার টাকা। তিন দিন আগেও এই মাছের দাম ছিল সাড়ে ৮ হাজার টাকা। এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়।
মতিরহাটের নুরুল হক মাঝি বলেন, নদীতে মাছ না পাওয়ায় দুই মাস ধরে নদীর পাড়ে অলস সময় পার করছি। সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে। তিন দিন ধরে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ফলে ঘাটে মাছ বিক্রি করে আবারও নদীতে মাছ শিকারে নামতে হচ্ছে। এইভাবে মাছ পেলে আর কোনো কষ্ট থাকবে না।
মজুচৌধুরীহাট মাছঘাটের জেলে কালাম মাঝি ও মিন্টু জানান, এখন ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়ার কথা। কিন্তু সে পরিমাণ মাছ মিলছে না। দীর্ঘদিন ধরে জেলেরা ইলিশ না পেলেও কয়েক দিন ধরে মাছ পাওয়ায় খুশি জেলেরা।
ক্রেতা মো. মফিজ উল্যাহ ও ফেরদৌস আলম বলেন, মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমছে। সামনে আরও কমবে আশা করা যায়। তবে ক্রেতাদের অভিযোগ, ভারতে রপ্তানি করায় প্রভাব পড়েছে প্রত্যেকটি ঘাটে। প্রকারভেদে প্রতিটি এক কেজি ওজনের এক হালি ইলিশের দাম কমছে দুইশ থেকে তিনশ টাকা। আর সিন্ডিকেটের কারণে ঘাটে মাছের দাম বেড়ে যায়। কোনো তদারকি না থাকায় প্রতিনিয়ত বাড়ছে ইলিশের দাম।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, এবার অনেক বৃষ্টি হয়েছে। নদীতে পানিও বাড়ছে। মেঘনায় ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। দামও কমছে। সামনে আরও বাড়বে আশা করা যায়। এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৫০০ টন।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৩ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৬ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩২ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে