নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট ঘিরে কড়াকড়ি ব্যবস্থা নিতে যাচ্ছে মহানগর পুলিশ (সিএমপি)। অনুষ্ঠানে মোবাইল ছাড়া অন্য ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না এবং ১২ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়ে জানায় সিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীরা ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স নিয়ে প্রবেশ করতে পারবেন না। অনুষ্ঠানস্থল কেন্দ্র করে কোনো সড়ক কিংবা ফুটপাতে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। বাইরের কোনো খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়, দুপুর ১২টায় অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে, একবার প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ভেতরে কোনো ধরনের তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্যসহ প্রবেশ করা যাবে না। ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে। এ সময় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে নগর পুলিশ।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির সহযোগিতায় সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ঢাকার পক্ষ থেকে প্রথমবারের মতো এই জমকালো কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবসের ভাষণ যুবসমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যোগ হিসেবে এই আয়োজন। জেলা প্রশাসনের তথ্যে, এই কনসার্টে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বিভিন্ন নামীদামি ব্যান্ড ও শিল্পীরা অংশ নিবে।
চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট ঘিরে কড়াকড়ি ব্যবস্থা নিতে যাচ্ছে মহানগর পুলিশ (সিএমপি)। অনুষ্ঠানে মোবাইল ছাড়া অন্য ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না এবং ১২ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়ে জানায় সিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীরা ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স নিয়ে প্রবেশ করতে পারবেন না। অনুষ্ঠানস্থল কেন্দ্র করে কোনো সড়ক কিংবা ফুটপাতে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। বাইরের কোনো খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়, দুপুর ১২টায় অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে, একবার প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ভেতরে কোনো ধরনের তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্যসহ প্রবেশ করা যাবে না। ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে। এ সময় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে নগর পুলিশ।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির সহযোগিতায় সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ঢাকার পক্ষ থেকে প্রথমবারের মতো এই জমকালো কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবসের ভাষণ যুবসমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যোগ হিসেবে এই আয়োজন। জেলা প্রশাসনের তথ্যে, এই কনসার্টে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বিভিন্ন নামীদামি ব্যান্ড ও শিল্পীরা অংশ নিবে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে