Ajker Patrika

বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১১: ৩০
বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া এলাকায় বন্য হাতির আক্রমণে জীবনকৃষ্ণ দাস (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জীবনকৃষ্ণ দাস পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার হরিপদ দাশের ছেলে। 

নাপোড়া রেঞ্জের ফরেস্ট গার্ড মো. মিজানুর রহমান বলেন, ‘ওই এলাকার কৃষক জীবনকৃষ্ণ দাস গতকাল সন্ধ্যায় খেতে কাজ করতে গেলে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর খবর পেয়ে আমরা এবং নিহতর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে জীবনকৃষ্ণ দাসের লাশ উদ্ধার করে নিয়ে আসি। গতকাল রাতে তাঁর লাশ পারিবারিকভাবে দাহ করা হয়েছে।’ 

বাঁশখালী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ আজকের পত্রিকাকে জানান, বন্য হাতির বিচরণকেন্দ্রের পাশে স্থানীয় কিছু লোক বসতি গড়ে তোলা এবং খেতখামার স্থাপন করার কারণে দিনে দিনে হাতির আক্রমণ বাড়ছে। হাতির আক্রমণে নিহত জীবনকৃষ্ণ দাসের পরিবারের ক্ষতিপূরণের একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত