Ajker Patrika

হাটহাজারীতে হত্যাসহ দুই মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৯ মে ২০২৫, ১৭: ৪৭
মো. নুরুল আহসান লাভু। ছবি: সংগৃহীত
মো. নুরুল আহসান লাভু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী থানা-পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা লাভুকে গ্রেপ্তার করেন।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আজ শুক্রবার দুপুরে বলেন, নুরুল আহসান লাভুর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত