নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সংবাদ প্রচারের জের ধরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মামুন নামের এক যুবক। গত ১৮ এপ্রিল (সোমবার) এ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেন।
হুমকিদাতা মামুন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের খায়ের উল্যার বাড়ির ইমাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাংবাদিক সেলিম বলেন, ‘গত কয়েক দিন আগে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা চালায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। পরবর্তীতে শিশুটির পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে নালিশ দিলে তারা ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করার চেষ্টা করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটির পরিবারকে হুমকি প্রদান করে। ঘটনা জানাজানি হলে আমি সরেজমিনে তথ্য সংগ্রহ করে গত ১৮ এপ্রিল (সোমবার) ভিডিও নিউজ প্রকাশ করি। ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে আমার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এর জের ধরে সোমবার রাত ১২.৩৩ মিনিটে ‘০১৮৮৭৯৬৫২৮৭’ এই নম্বর থেকে আমার ব্যক্তিগত নম্বরে একটি কল আসে। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কলের অপর প্রান্তে থাকা মামুন নামের এক ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। আমি তাঁর পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি তোর বাপ হই, তুই এখনো আমার ফুপার ভিডিওটি ডিলিট করিস নি কেন! তুই যদি ভিডিওটি ডিলিট না করিস তাহলে তুই এলাকায় কীভাবে থাকিস আমি তা দেখে নিব। আমি তোকে তোর অফিস থেকে উঠিয়ে এনে মারব। তুই কত বড় সাংবাদিক আমি সেটা দেখে নিব। তোর সাহস থাকলে তুই অশ্বদিয়ায় আসিস, আমি তোর হাড়গোড় সব এক করে ছাড়ব। ”
হুমকির বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সাংবাদিক সেলিম কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সংবাদ প্রচারের জের ধরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মামুন নামের এক যুবক। গত ১৮ এপ্রিল (সোমবার) এ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেন।
হুমকিদাতা মামুন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের খায়ের উল্যার বাড়ির ইমাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাংবাদিক সেলিম বলেন, ‘গত কয়েক দিন আগে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা চালায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। পরবর্তীতে শিশুটির পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে নালিশ দিলে তারা ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করার চেষ্টা করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটির পরিবারকে হুমকি প্রদান করে। ঘটনা জানাজানি হলে আমি সরেজমিনে তথ্য সংগ্রহ করে গত ১৮ এপ্রিল (সোমবার) ভিডিও নিউজ প্রকাশ করি। ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে আমার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এর জের ধরে সোমবার রাত ১২.৩৩ মিনিটে ‘০১৮৮৭৯৬৫২৮৭’ এই নম্বর থেকে আমার ব্যক্তিগত নম্বরে একটি কল আসে। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কলের অপর প্রান্তে থাকা মামুন নামের এক ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। আমি তাঁর পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি তোর বাপ হই, তুই এখনো আমার ফুপার ভিডিওটি ডিলিট করিস নি কেন! তুই যদি ভিডিওটি ডিলিট না করিস তাহলে তুই এলাকায় কীভাবে থাকিস আমি তা দেখে নিব। আমি তোকে তোর অফিস থেকে উঠিয়ে এনে মারব। তুই কত বড় সাংবাদিক আমি সেটা দেখে নিব। তোর সাহস থাকলে তুই অশ্বদিয়ায় আসিস, আমি তোর হাড়গোড় সব এক করে ছাড়ব। ”
হুমকির বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সাংবাদিক সেলিম কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২১ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৬ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩১ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে