রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উপকারভোগীদের যে ভাতা দেওয়া হচ্ছে এটি আওয়ামী লীগ সরকার দিচ্ছে, নৌকা মার্কার সরকার দিচ্ছে। আওয়ামী লীগ সরকার পাঁচ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে সব বন্ধ করে দেন। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সব ভাতা বন্ধ হয়ে যাবে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে উপকারভোগীদের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেওয়া হয়, ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়।
মন্ত্রী বলেন, ‘এ ছাড়া সারা দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সে কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছে। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব ভাতা দেওয়া হতো না। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরও বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা আমাকে তিনবার মন্ত্রী বানিয়েছেন। আমি সবার জন্য দরজা খোলা রেখেছি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি দেখি নাই। যে আমার কাছে এসেছে আমি দুহাত উজাড় করে সহযোগিতা করেছি। আপনারা আগামী নির্বাচনে আমার জন্য দুয়ার খোলা রাখবেন।’
উপজেলার লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম, মঈন উদ্দিন তালুকদার, মো. রাসেল প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উপকারভোগীদের যে ভাতা দেওয়া হচ্ছে এটি আওয়ামী লীগ সরকার দিচ্ছে, নৌকা মার্কার সরকার দিচ্ছে। আওয়ামী লীগ সরকার পাঁচ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে সব বন্ধ করে দেন। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সব ভাতা বন্ধ হয়ে যাবে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে উপকারভোগীদের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেওয়া হয়, ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়।
মন্ত্রী বলেন, ‘এ ছাড়া সারা দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সে কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছে। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব ভাতা দেওয়া হতো না। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরও বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা আমাকে তিনবার মন্ত্রী বানিয়েছেন। আমি সবার জন্য দরজা খোলা রেখেছি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি দেখি নাই। যে আমার কাছে এসেছে আমি দুহাত উজাড় করে সহযোগিতা করেছি। আপনারা আগামী নির্বাচনে আমার জন্য দুয়ার খোলা রাখবেন।’
উপজেলার লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম, মঈন উদ্দিন তালুকদার, মো. রাসেল প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৪ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগে