Ajker Patrika

একদিনের জন্য স্কুল-কলেজের দায়িত্ব নিল শিক্ষার্থীরা 

বান্দরবান প্রতিনিধি
একদিনের জন্য স্কুল-কলেজের দায়িত্ব নিল শিক্ষার্থীরা 

রিভার্স ডে উপলক্ষে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে একদিনের জন্য দায়িত্ব পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকেই স্কুল ও কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। 

নবীন শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ, দায়িত্ববোধ সৃষ্টি ও দেশপ্রেম জাগ্রত করাই এই রিভার্স ডে উদ্যাপনের মূল লক্ষ্য। বছরের একটি দিন বিদ্যালয়ের সকল দায়িত্ব পেয়ে খুশি শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের দায়িত্ববোধ বৃদ্ধি করার এই প্রয়াসে খুশি অভিভাবক ও শিক্ষকেরা। 

সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রিভার্স ডে উপলক্ষে সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল প্রকার দায়িত্বশীল পদে অবস্থান করে ছায়া ভূমিকা পালন করে। 

কোনো কোনো শিক্ষার্থী শিক্ষকের দায়িত্ব নিয়ে পরিচালনা করছে শ্রেণি কার্যক্রম, কেউ কেউ বিভিন্ন প্রকার দায়িত্বশীল পদে আসীন হয়ে পরিচালনা করছে বিদ্যালয়ের নানা কার্যক্রম। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্বে একজন করে শিক্ষার্থী দায়িত্ব নিয়ে পরিচালনা করছে প্রতিষ্ঠানের একদিনের সকল কর্মকাণ্ড। আর বছরের একটি দিন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়ে খুশি সকল ছায়া শিক্ষক। 

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সিরাজুল ইসলাম উকিল বলেন, আগামী দিনে সু-নেতৃত্ব সৃষ্টি করা আর নবীন শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ, দায়িত্ববোধ সৃষ্টি ও দেশপ্রেম জাগ্রত করাই এই রিভার্স ডে উদ্যাপনের মূল লক্ষ্য। এতে করে শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা ও দায়িত্বশীল ভূমিকায় কাজ করার অনুপ্রেরণা পাবে। 

অধ্যক্ষ বলেন, এখন থেকে প্রতি বছরই বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ ২৮ মার্চ রিভার্স ডে উদ্যাপন করা হবে। তিনি বলেন, ‘আমরা কয়েকজন শিক্ষার্থীকে নির্বাচিত করেছি একদিনের জন্য, আর এই নির্বাচিত শিক্ষার্থীরা একদিনের জন্য প্রতিষ্ঠানের সকল দায়িত্ব পালন করছে।’ 

অধ্যক্ষ লে. কর্নেল সিরাজুল ইসলাম উকিল আরও বলেন, রিভার্স ডে উদ্যাপন উপলক্ষে একদিনের জন্য অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান ফাহিম, উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে চুইংক্রিমো চুচু, একাডেমিক কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেছে মো. ফাহিম বিন ফরিদ, শিক্ষকের দায়িত্বে দশম শ্রেণির ছাত্রী দেবী দীপ্তরূপা ঐশী, হোস্টেল সুপারের দায়িত্বে তাহসিন মোরশেদ শাকিল, একাডেমি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছে সামিয়া জিয়া জারা। 

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২ হাজার শিক্ষার্থী, ৩১০ জন শিক্ষকের সম্মিলনে পরিচালিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এমন কর্মকাণ্ড আগামী প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো এবং দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা বিদ্যালয়ের অভিভাবকদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত