Ajker Patrika

চবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

চবি সংবাদদাতা
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৭: ৪৪
চবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় জড়ো হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাদের কাটাপাহাড় রোডে পেছন থেকে হামলা করে ছাত্রলীগ।  

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সেখানে আসেন। এসে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে কয়েকটি বাজি ফোটান। এর পরেই শিক্ষার্থীরা পিছু হটেন। একপর্যায়ে শিক্ষার্থীরা কাটা পাহাড় দিয়ে শহীদ মিনারে মিছিল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠি দিয়ে ধাওয়া করতে দেখা যায়।

হামলাকারীদের দাবি, আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তাই তারা জবাব দিয়েছে। তবে শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করেন।

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠা শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আন্দোলনকারীরা উসকানিমূলক স্লোগান দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে এই স্লোগান দেবে, ছাত্রলীগ এটা কখনো মেনে নেবে না। আমরা তাদের চলে যেতে বলেছিলাম কিন্তু তারা আমাদের ওপর তেড়ে আসে। তখন আমি জিজ্ঞেস করেছি, তোমরা কি রাজাকার? তখন তারা বলেছে হ্যাঁ। এটা বলার পর তাদের আর কোনো ছাড় নাই।’ 

হামলায় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে চবি সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আন্দোলনরত অবস্থায় পেছন থেকে ছাত্রলীগের কর্মীরা লাঠিসহ ধাওয়া এবং ককটেল নিক্ষেপ করে। প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য শিক্ষার্থীরা দেয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ‘আমি অসুস্থ হওয়ায় কী হয়েছে জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত