কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ইছামতী নদীর পাড় ও বিল থেকে শিকারের পর জবাই করা প্রায় ৭০০ পাখি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে আনোয়ারা থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর এলাকা থেকে তিনটি বস্তায় ভর্তি পাখিগুলো জব্দ করে। সেখানে জবাই করা ১৩৫টি শালিক, ৪২২টি চড়ুই ও ১৪০টি বাবুই পাখি পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন মো. ছৈয়দুল আলম, মো. ইদ্রিস ও শামসুল মো. সোহেল। তাঁরা পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের আজম উল্লাপাড়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, ফাল্গুন মাসের এ সময়ে ইছামতী নদী ও বিলে পানি কম থাকে। তখন ধানের জমিতে ছোট মাছ ও পোকা খেতে ছুটে আসে বিভিন্ন প্রজাতির পাখি। এই সুযোগে শিকারিরা অবাধে পাখি নিধনে ব্যস্ত হয়ে পড়ে। জাল ও বিষটোপের ফাঁদে ধরা পড়া পাখিগুলো জবাই করে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত তিন ব্যক্তি কয়েক দিন ধরে ইছামতী নদীর আশপাশের এলাকা থেকে এসব পাখি শিকার করেন। পরে জবাইয়ের পর পাখিগুলো তিনটি বস্তায় ভরা হয়। বস্তা তিনটি নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে তাঁদের আটক করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জবাই করা পাখিগুলোর বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বা আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, ‘শিকারিরা জাল-বিষটোপ দিয়ে শিকার শেষে পাখিগুলো জবাই করে বস্তাবন্দী করেছে বলে আমাদের জানিয়েছে। আরও জানিয়েছে, পাখিগুলোর পালক তুলে ফেলে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকার হোটেল-রেস্টুরেন্টে বিক্রি করে।’
চট্টগ্রামের আনোয়ারায় ইছামতী নদীর পাড় ও বিল থেকে শিকারের পর জবাই করা প্রায় ৭০০ পাখি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে আনোয়ারা থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর এলাকা থেকে তিনটি বস্তায় ভর্তি পাখিগুলো জব্দ করে। সেখানে জবাই করা ১৩৫টি শালিক, ৪২২টি চড়ুই ও ১৪০টি বাবুই পাখি পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন মো. ছৈয়দুল আলম, মো. ইদ্রিস ও শামসুল মো. সোহেল। তাঁরা পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের আজম উল্লাপাড়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, ফাল্গুন মাসের এ সময়ে ইছামতী নদী ও বিলে পানি কম থাকে। তখন ধানের জমিতে ছোট মাছ ও পোকা খেতে ছুটে আসে বিভিন্ন প্রজাতির পাখি। এই সুযোগে শিকারিরা অবাধে পাখি নিধনে ব্যস্ত হয়ে পড়ে। জাল ও বিষটোপের ফাঁদে ধরা পড়া পাখিগুলো জবাই করে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত তিন ব্যক্তি কয়েক দিন ধরে ইছামতী নদীর আশপাশের এলাকা থেকে এসব পাখি শিকার করেন। পরে জবাইয়ের পর পাখিগুলো তিনটি বস্তায় ভরা হয়। বস্তা তিনটি নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে তাঁদের আটক করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জবাই করা পাখিগুলোর বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বা আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, ‘শিকারিরা জাল-বিষটোপ দিয়ে শিকার শেষে পাখিগুলো জবাই করে বস্তাবন্দী করেছে বলে আমাদের জানিয়েছে। আরও জানিয়েছে, পাখিগুলোর পালক তুলে ফেলে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকার হোটেল-রেস্টুরেন্টে বিক্রি করে।’
চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি
২ ঘণ্টা আগেরংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান ও সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ঘটনার নিন্দা জানানো হয়।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
২ ঘণ্টা আগে