Ajker Patrika

মা দিবস: তারেক রহমানের পক্ষ থেকে মায়েদের ফুল দিলেন একদল তরুণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাউজানে আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে মায়েদের ফুল দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
রাউজানে আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে মায়েদের ফুল দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন একদল তরুণ। আজ রোববার (১১ মে) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেখানে মায়েদের গোলাপ ফুল দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ। এ ছাড়া মা দিবস উপলক্ষে দুপুরে সেখানে বিশেষ মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি হাটহাজারী উপজেলার সমন্বয়ক আলাউদ্দিন আমিরি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু দেবনাথ, রাজু দাশ, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দলের রনি দাশসহ অন্যরা।

এ সময় তাঁরা বলেন, ‘সমাজ ও পরিবার গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মা হলো একটি প্রতিষ্ঠান, একটি জগৎ। মায়ের ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। এই পৃথিবীতে মা’ই হলো আমাদের সবচেয়ে কাছের আপনজন। মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে সন্তানদের আগলে রাখেন মা। একজন মা সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের সকল কাজই করে থাকেন।

মায়েদের দায়িত্ব সন্তানদের সঠিকভাবে পালন করা উচিত। যার সঙ্গে মায়ের দোয়া বা আশীর্বাদ আছে, সে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই মা দিবস পালন করা উচিত। আজকের মা দিবসে পৃথিবীর সকল মা সুখে থাকুক—এই কামনা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত