Ajker Patrika

বিএসটিআইয়ের লোগো, পানির কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ৪২
বিএসটিআইয়ের লোগো, পানির কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্লাস্টিকের জার ও বোতলে পানি বিক্রি করে আসছিল নীল প্রিমিয়ার ওয়াটার সাপ্লাই নামক একটি প্রতিষ্ঠান। অনুমোদন না থাকলেও জারের গায়ে ব্যবহার করছিল বিএসটিআইর লোগোসংবলিত স্টিকার। বিষয়টি নজরে পড়ল ভ্রাম্যমাণ আদালতের। এতেই লাখ টাকা জরিমানা গুনতে হলো প্রতিষ্ঠানের মালিককে।

আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এ সময় বিএসটিআই কর্মকর্তা মো. মাহফুজুল রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. জিল্লুর রহমানসহ সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিএসটিআইর অনুমোদন ছাড়াই কারখানাটি দীর্ঘদিন ধরে জারে ও বোতলে ভরে পানি বিক্রি এবং বাজারজাত করছিল। অভিযানকালে অনুমোদন ছাড়াই পানি বিক্রির অপরাধে কারখানামালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত