লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৫৮টি ইউনিয়নের মধ্যে অর্ধেকের নেই নিজস্ব ভবন। ছোট একটি কক্ষে জোড়াতালি দিয়ে কোনো রকমে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এতে সেবা নিতে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাচ্ছেন না সঠিক সেবা। বারবার আবেদন করে লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা।
জানা গেছে, লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় বসবাস করছে প্রায় ১৮ লাখ মানুষ। এসব উপজেলায় রয়েছে ৫৮টি ইউনিয়ন পরিষদ। সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নেই নিজস্ব ভবন। এ ছাড়া অন্য ৪টি উপজেলায় ১৮টিসহ ২৭টিতে নেই ইউনিয়ন পরিষদের ভবন।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ঘরটি ভাড়া নিয়ে ছোট্ট কক্ষে গাদাগাদি করে চলছে গ্রাম আদালতের কার্যক্রম। চেয়ারম্যান, সচিব ও সদস্যদের পৃথক রুমে বসে অফিস করার কথা থাকলেও এই কক্ষে সবাই বসে অফিশিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অফিসের দরজা-জানালাও রয়েছে ভাঙা।
একই অবস্থায় উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের। সেখানে চেয়ারম্যান নিজ বাসার একটি রুমে চালাচ্ছেন পরিষদের সব কার্যক্রম। একইভাবে চলছে চররুহিতা, কমলনগর উপজেলার তারাগঞ্জ, চরলরেন্স, বড়খেড়ি ও শাকচরসহ ২৭টি ইউনিয়ন পরিষদের কার্যালয়। বেশির ভাগ স্থানে ভাড়া নিয়ে ও ছোট একটি কক্ষে চলছে এসব কার্যক্রম। অনেক ইউপিতে বৃষ্টির সময় পানি পড়ে অফিসের আসবাব, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যায়।
চরলরেন্স ইউনিয়নের অনেক বাসিন্দা বলেন, ‘অনেক সময় অফিস না থাকায় বিভিন্ন স্থানে বসে চেয়ারম্যান ও সদস্যরা ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সঠিকভাবে জনপ্রতিনিধিদের পাওয়া যাচ্ছে না। এতে করে নাগরিকদের নানান হয়রানির শিকার হতে হয়। জন্মসনদ, নাগরিকত্ব সনদ, ভোটার আইডি কার্ড, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া বসার স্থান ও টয়লেট না থাকায় আরও দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রুত ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।’
চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান সোহেল বলেন, ভাড়া বাসা অথবা নিজ বাসায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সব কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। ভবন না থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না।
রাস্তাঘাট, বাসাবাড়িতে বসে অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। ঠিকভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে না। এতে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হয়। ফলে অফিসের কোনো নিরাপত্তা নেই। অনেক সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র বাসায় নিয়ে রাখতে হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, একটি ভবন করতে যে পরিমাণ জমি প্রয়োজন, সে পরিমাণ জমি পাওয়া যাচ্ছে না। তারপরও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবগুলো নির্মাণ করা হবে।
লক্ষ্মীপুরে ৫৮টি ইউনিয়নের মধ্যে অর্ধেকের নেই নিজস্ব ভবন। ছোট একটি কক্ষে জোড়াতালি দিয়ে কোনো রকমে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এতে সেবা নিতে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাচ্ছেন না সঠিক সেবা। বারবার আবেদন করে লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা।
জানা গেছে, লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় বসবাস করছে প্রায় ১৮ লাখ মানুষ। এসব উপজেলায় রয়েছে ৫৮টি ইউনিয়ন পরিষদ। সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নেই নিজস্ব ভবন। এ ছাড়া অন্য ৪টি উপজেলায় ১৮টিসহ ২৭টিতে নেই ইউনিয়ন পরিষদের ভবন।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ঘরটি ভাড়া নিয়ে ছোট্ট কক্ষে গাদাগাদি করে চলছে গ্রাম আদালতের কার্যক্রম। চেয়ারম্যান, সচিব ও সদস্যদের পৃথক রুমে বসে অফিস করার কথা থাকলেও এই কক্ষে সবাই বসে অফিশিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অফিসের দরজা-জানালাও রয়েছে ভাঙা।
একই অবস্থায় উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের। সেখানে চেয়ারম্যান নিজ বাসার একটি রুমে চালাচ্ছেন পরিষদের সব কার্যক্রম। একইভাবে চলছে চররুহিতা, কমলনগর উপজেলার তারাগঞ্জ, চরলরেন্স, বড়খেড়ি ও শাকচরসহ ২৭টি ইউনিয়ন পরিষদের কার্যালয়। বেশির ভাগ স্থানে ভাড়া নিয়ে ও ছোট একটি কক্ষে চলছে এসব কার্যক্রম। অনেক ইউপিতে বৃষ্টির সময় পানি পড়ে অফিসের আসবাব, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যায়।
চরলরেন্স ইউনিয়নের অনেক বাসিন্দা বলেন, ‘অনেক সময় অফিস না থাকায় বিভিন্ন স্থানে বসে চেয়ারম্যান ও সদস্যরা ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সঠিকভাবে জনপ্রতিনিধিদের পাওয়া যাচ্ছে না। এতে করে নাগরিকদের নানান হয়রানির শিকার হতে হয়। জন্মসনদ, নাগরিকত্ব সনদ, ভোটার আইডি কার্ড, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া বসার স্থান ও টয়লেট না থাকায় আরও দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রুত ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।’
চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান সোহেল বলেন, ভাড়া বাসা অথবা নিজ বাসায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সব কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। ভবন না থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না।
রাস্তাঘাট, বাসাবাড়িতে বসে অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। ঠিকভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে না। এতে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হয়। ফলে অফিসের কোনো নিরাপত্তা নেই। অনেক সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র বাসায় নিয়ে রাখতে হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, একটি ভবন করতে যে পরিমাণ জমি প্রয়োজন, সে পরিমাণ জমি পাওয়া যাচ্ছে না। তারপরও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবগুলো নির্মাণ করা হবে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
১ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে