ফায়সাল করিম, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বাতাসের মান বিশ্বের উন্নত শহর মেলবোর্ন বা হেলসিংকির কাছাকাছি। এমন কথায় খটকা লাগতে পারে অনেকের। তবে সত্যি এটিই ঘটেছে। শেষ দুই দফা কঠোর লকডাউনে (১—১৫ জুলাই ও ২৩ জুলাই-১০ আগস্ট) নগরের বাতাসে ধূলিকণার সর্বনিম্ন মাত্রায় মিলেছে নতুন রেকর্ড। পরিবেশবিদদের মতে, তা ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা ফিনল্যান্ডের হেলসিংকির মতোই বিশ্বের অনেক উন্নত শহরের বায়ুমানের কাছাকাছি।
লকডাউনে আগস্টের প্রথম দিন বেলা ১২ টার কথায় ধরা যাক। ওই সময় নগরের বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ এর সর্বনিম্ন মাত্রা প্রতি ঘনমিটারে পাওয়া গিয়েছিল ৪.০৯ মাইক্রোগ্রাম। যেটি স্বাভাবিক সময়ে যেমন, গত জানুয়ারিতেও সর্বনিম্ন ছিল ৩০.৪৫ মাইক্রোগ্রাম। ফেব্রুয়ারি ও মার্চের হিসেবেও ছিল যথাক্রমে ৫৭.২৫ আর ৩৩.৯৬ মাইক্রোগ্রাম।
কেবল অতি সূক্ষ্ম ধূলিকণা নয়, বড় ভাসমান ধূলিকণা বা পিএম ১০ও ছিল রেকর্ড পরিমাণ কম। জুলাইয়ের লকডাউনের এর সর্বনিম্ন রেকর্ড ছিল ৮.০২ মাইক্রোগ্রাম। যা জানুয়ারিতে পাওয়া গিয়েছিল ১৪ মাইক্রোগ্রাম এবং ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ১৬ ও ১২ মাইক্রোগ্রাম।
এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. নুরুল্লাহ নুরী বলেন, ‘আমরা চট্টগ্রামে এ ধরনের মান ও মাত্রা আগে কখনোই পাইনি। এটি একটি রেকর্ড বলা যায়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর ফিনল্যান্ডের হেলসিংকির দৈনিক রিপোর্ট আমরা যাচাই করেছি। সেখানে গড়ে পিএম ২.৫ এর সর্বনিম্ন মাত্রা থাকে ৪ বা ৫ মাইক্রোগ্রামের ঘরে। আর পিএম ১০ থাকে ৮–৯ এর মতো। আমাদের এখানেও লকডাউনে এমনই মাত্রা ছিল। যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ কোরিয়ার বেশ কিছু শহরের কথা ধরলেও এমন বায়ুমান পাওয়া যাবে।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ মো. কামরুল হাসান জানান, পিএম ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ধূলিকণা খুব সহজে মানুষের শরীর প্রবেশ করতে পারে। তাই পিএম ১০ থেকেও একে বায়ু দূষণের অন্যতম উপাদান ধরা হয়। এই বস্তুকণা ১০০ পিপিএম পার হলেই তা মানুষের জন্য বিপজ্জনক। তিনি বলেন, ‘আমাদের আগ্রাবাদ ও টিভি স্টেশনে অধিদপ্তরের দুটি বায়ুমান যন্ত্র আছে। এগুলো থেকে পাওয়া তথ্যে নির্দিষ্ট করে লকডাউনের সময়ে কোনো গড় বের করা হয়নি। তবে দুই স্টেশনে প্রতি ঘণ্টার বায়ুমান যাচাই করে দেখা গেছে, ওই সময় পিএম ২.৫ এর সর্বোচ্চ মাত্রা ছিল ৫৮.৬৪ ও সর্বনিম্ন ৪.০৯ মাইক্রোগ্রাম। এ ক্ষেত্রে এই মানমাত্রা ৫ এর নিচে পাওয়া গেছে ২৩ বার। বেশির ভাগ সময় ছিল ৬,৭,৮, ৯ এর ঘরে। অন্যদিকে বড় ধূলিকণার মাত্রাও ১০ মাইক্রোগ্রামের নিচে মিলেছে ২৫ বারের মতো। যেমনটি আগে কখনো দেখা যায়নি।’
অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ইশরাত রেজা বলেন, অতি সূক্ষ্ম ধূলিকণা প্রতি ঘন মিটারে সর্বনিম্ন ৫ মাইক্রোগ্রামের নিচে আর সূক্ষ্ম ধূলিকণা ১০ এর নিচে পাওয়াটা চমকপ্রদ। বিশ্বে বায়ুমানের প্রথম সারিতে থাকা শহরগুলোর সঙ্গে এর তুলনা চলে। তাঁর মতে, আগে কখনো নগরীতে এভাবে যান বাহন চলাচল ও নির্মাণকাজ বন্ধ থাকেনি। এর ওপর এখানে বৃষ্টিও ছিল। বর্ষায় স্বাভাবিক সময়েও পিএম ২.৫ এর মাত্রা কিছুটা কম থাকে।
তবে পরিবেশ অধিদপ্তরের মাসিক বায়ুমান প্রতিবেদনেও আগের কোনো বর্ষাকালে এত কম পিএম ২.৫ বা পিএম ১০ দেখা যায়নি। যেমন, গত ২০১৯ সালের মে মাসে সর্বনিম্ন পিএম ২.৫ ছিল ১৪.৪ মাইক্রোগ্রাম। যা ২০১৮ সালের জুনে ছিল ১০।
লকডাউনে নগরে এমন অবাক করা বায়ুমানে চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল। তিনি বলেন, ‘ওই সময় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বন্ধ ছিল উন্নয়ন কর্মকাণ্ড ও যানবাহন। তখন নগরের পাহাড়, সমুদ্র উপকূল ও কর্ণফুলী নদী বাতাসকে এমন বিশুদ্ধ করতে ভূমিকা রাখতে পারে। এটি প্রমাণ করে আমরা যদি অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে পারি তবে চট্টগ্রামের বাতাস হবে আমাদের ফুসফুসের জন্য অনেক বিশুদ্ধ।’
চট্টগ্রাম নগরের বাতাসের মান বিশ্বের উন্নত শহর মেলবোর্ন বা হেলসিংকির কাছাকাছি। এমন কথায় খটকা লাগতে পারে অনেকের। তবে সত্যি এটিই ঘটেছে। শেষ দুই দফা কঠোর লকডাউনে (১—১৫ জুলাই ও ২৩ জুলাই-১০ আগস্ট) নগরের বাতাসে ধূলিকণার সর্বনিম্ন মাত্রায় মিলেছে নতুন রেকর্ড। পরিবেশবিদদের মতে, তা ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা ফিনল্যান্ডের হেলসিংকির মতোই বিশ্বের অনেক উন্নত শহরের বায়ুমানের কাছাকাছি।
লকডাউনে আগস্টের প্রথম দিন বেলা ১২ টার কথায় ধরা যাক। ওই সময় নগরের বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ এর সর্বনিম্ন মাত্রা প্রতি ঘনমিটারে পাওয়া গিয়েছিল ৪.০৯ মাইক্রোগ্রাম। যেটি স্বাভাবিক সময়ে যেমন, গত জানুয়ারিতেও সর্বনিম্ন ছিল ৩০.৪৫ মাইক্রোগ্রাম। ফেব্রুয়ারি ও মার্চের হিসেবেও ছিল যথাক্রমে ৫৭.২৫ আর ৩৩.৯৬ মাইক্রোগ্রাম।
কেবল অতি সূক্ষ্ম ধূলিকণা নয়, বড় ভাসমান ধূলিকণা বা পিএম ১০ও ছিল রেকর্ড পরিমাণ কম। জুলাইয়ের লকডাউনের এর সর্বনিম্ন রেকর্ড ছিল ৮.০২ মাইক্রোগ্রাম। যা জানুয়ারিতে পাওয়া গিয়েছিল ১৪ মাইক্রোগ্রাম এবং ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ১৬ ও ১২ মাইক্রোগ্রাম।
এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. নুরুল্লাহ নুরী বলেন, ‘আমরা চট্টগ্রামে এ ধরনের মান ও মাত্রা আগে কখনোই পাইনি। এটি একটি রেকর্ড বলা যায়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর ফিনল্যান্ডের হেলসিংকির দৈনিক রিপোর্ট আমরা যাচাই করেছি। সেখানে গড়ে পিএম ২.৫ এর সর্বনিম্ন মাত্রা থাকে ৪ বা ৫ মাইক্রোগ্রামের ঘরে। আর পিএম ১০ থাকে ৮–৯ এর মতো। আমাদের এখানেও লকডাউনে এমনই মাত্রা ছিল। যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ কোরিয়ার বেশ কিছু শহরের কথা ধরলেও এমন বায়ুমান পাওয়া যাবে।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ মো. কামরুল হাসান জানান, পিএম ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ধূলিকণা খুব সহজে মানুষের শরীর প্রবেশ করতে পারে। তাই পিএম ১০ থেকেও একে বায়ু দূষণের অন্যতম উপাদান ধরা হয়। এই বস্তুকণা ১০০ পিপিএম পার হলেই তা মানুষের জন্য বিপজ্জনক। তিনি বলেন, ‘আমাদের আগ্রাবাদ ও টিভি স্টেশনে অধিদপ্তরের দুটি বায়ুমান যন্ত্র আছে। এগুলো থেকে পাওয়া তথ্যে নির্দিষ্ট করে লকডাউনের সময়ে কোনো গড় বের করা হয়নি। তবে দুই স্টেশনে প্রতি ঘণ্টার বায়ুমান যাচাই করে দেখা গেছে, ওই সময় পিএম ২.৫ এর সর্বোচ্চ মাত্রা ছিল ৫৮.৬৪ ও সর্বনিম্ন ৪.০৯ মাইক্রোগ্রাম। এ ক্ষেত্রে এই মানমাত্রা ৫ এর নিচে পাওয়া গেছে ২৩ বার। বেশির ভাগ সময় ছিল ৬,৭,৮, ৯ এর ঘরে। অন্যদিকে বড় ধূলিকণার মাত্রাও ১০ মাইক্রোগ্রামের নিচে মিলেছে ২৫ বারের মতো। যেমনটি আগে কখনো দেখা যায়নি।’
অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ইশরাত রেজা বলেন, অতি সূক্ষ্ম ধূলিকণা প্রতি ঘন মিটারে সর্বনিম্ন ৫ মাইক্রোগ্রামের নিচে আর সূক্ষ্ম ধূলিকণা ১০ এর নিচে পাওয়াটা চমকপ্রদ। বিশ্বে বায়ুমানের প্রথম সারিতে থাকা শহরগুলোর সঙ্গে এর তুলনা চলে। তাঁর মতে, আগে কখনো নগরীতে এভাবে যান বাহন চলাচল ও নির্মাণকাজ বন্ধ থাকেনি। এর ওপর এখানে বৃষ্টিও ছিল। বর্ষায় স্বাভাবিক সময়েও পিএম ২.৫ এর মাত্রা কিছুটা কম থাকে।
তবে পরিবেশ অধিদপ্তরের মাসিক বায়ুমান প্রতিবেদনেও আগের কোনো বর্ষাকালে এত কম পিএম ২.৫ বা পিএম ১০ দেখা যায়নি। যেমন, গত ২০১৯ সালের মে মাসে সর্বনিম্ন পিএম ২.৫ ছিল ১৪.৪ মাইক্রোগ্রাম। যা ২০১৮ সালের জুনে ছিল ১০।
লকডাউনে নগরে এমন অবাক করা বায়ুমানে চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল। তিনি বলেন, ‘ওই সময় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বন্ধ ছিল উন্নয়ন কর্মকাণ্ড ও যানবাহন। তখন নগরের পাহাড়, সমুদ্র উপকূল ও কর্ণফুলী নদী বাতাসকে এমন বিশুদ্ধ করতে ভূমিকা রাখতে পারে। এটি প্রমাণ করে আমরা যদি অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে পারি তবে চট্টগ্রামের বাতাস হবে আমাদের ফুসফুসের জন্য অনেক বিশুদ্ধ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে