নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন।
নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান। সালাউদ্দিনের নিহতের খবরে তার বাড়িতে মাতম চলছে।
নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন বলেন, ‘জীবিকার সন্ধানে ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহানেসবার্গের বরাত এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারে রয়েছেন আরও কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সবশেষ গত ছুটিতে এসে এক মাস আগে দেশ থেকে আফ্রিকায় ফেরেন রায়হান।’
রোমন আরও বলেন, ‘স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য কিনে গাড়িযোগে দোকানের সামনে আসেন রায়হান। দোকানের পাশে গাড়িটি পার্কিং করে নামার সময় আগ থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন।
নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান। সালাউদ্দিনের নিহতের খবরে তার বাড়িতে মাতম চলছে।
নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন বলেন, ‘জীবিকার সন্ধানে ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহানেসবার্গের বরাত এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারে রয়েছেন আরও কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সবশেষ গত ছুটিতে এসে এক মাস আগে দেশ থেকে আফ্রিকায় ফেরেন রায়হান।’
রোমন আরও বলেন, ‘স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য কিনে গাড়িযোগে দোকানের সামনে আসেন রায়হান। দোকানের পাশে গাড়িটি পার্কিং করে নামার সময় আগ থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’
চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চালক হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটোরিকশা। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ...
৯ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চোর সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছকসালং গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেজয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
২০ মিনিট আগেবিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের তো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। আমরা ফেব্রুয়ারি মাসের ১০ তারিখেই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলাম যে আদালতের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য প্রক্রিয়া...
২৪ মিনিট আগে