Ajker Patrika

টিসিবির পণ্য বিক্রির সময় নৌকায় ভোট প্রার্থণা, ইউপি চেয়ারম্যানকে জরিমানা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
টিসিবির পণ্য বিক্রির সময় নৌকায় ভোট প্রার্থণা, ইউপি চেয়ারম্যানকে জরিমানা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মানিক টিসিবির পণ্য কিনতে আসা মানুষের কাছে কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে ভোট প্রার্থণা করেন। টিসিবির পণ্য কিনতে আসা মানুষের কাছে ভোট প্রার্থণার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিসিবির পণ্য কিনতে আসা মানুষের কাছে ভোট প্রার্থণা আচরণ বিধি লঙ্ঘনের শামিল।  

খবর পেয়ে আজ বৃহস্পতিবার ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুটে যান নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান। 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে আচরণবিধিমালা লঙ্ঘন করায় বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অজ্ঞতাবশত আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন চেয়ারম্যান এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত