নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির গুদাম থেকে প্রায় ১২ টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেলোয়ারসহ সাতজনকে আটক করা হয়। এসব পণ্যে নামীদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দোকানে বিক্রি করা হতো বলে পুলিশ জানায়।
দেলোয়ার ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘চান্দগাঁও কাজীরহাট বাজারে দেলোয়ার হোসেনের পাইকারি ও খুচরা ভোগ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের আড়ত উত্তর মোহরা এজাহার শাহমাজার-সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে, যা দেলোয়ারের গোডাউন নামে পরিচিত। মনির দেলোয়ারের প্রধান সহযোগী। তিনি টিসিবির পণ্য বিভিন্ন পন্থায় বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করে দেলোয়ারের গুদামে পৌঁছে দেন।’
ওসি জাহিদুল আরও বলেন, ‘ডিলাররা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য যেখানে বিক্রি করেন, সেখানে এজেন্ট ঢুকিয়ে দেন দেলোয়ার ও মনির। দরিদ্র সেজে তেল, মসুর ডালসহ টিসিবির বিভিন্ন পণ্য কেনেন। এ ছাড়া গরিব লোকজনের কাছ থেকেও সামান্য বাড়তি দামে পণ্য কিনে মজুত করেন তাঁরা।’
ওসি জাহিদুল জানান, দেলোয়ার কর্মচারীদের মাধ্যমে টিসিবির স্টিকার খুলে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে খুচরা দোকানিদের কাছে সরবরাহ করেন। দুই কেজির প্যাকেট থেকে মসুর ডাল ৫০ কেজির বস্তায় মেশানো হতো। পরে সেগুলো স্থানীয় বাজারে নিয়ে খুচরা হিসেবে চড়া দামে বিক্রি করতেন তিনি।
পুলিশের অভিযানে দেলোয়ারের গুদাম থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল এবং ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এর দাম ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানান ওসি। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরীতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির গুদাম থেকে প্রায় ১২ টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেলোয়ারসহ সাতজনকে আটক করা হয়। এসব পণ্যে নামীদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দোকানে বিক্রি করা হতো বলে পুলিশ জানায়।
দেলোয়ার ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘চান্দগাঁও কাজীরহাট বাজারে দেলোয়ার হোসেনের পাইকারি ও খুচরা ভোগ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের আড়ত উত্তর মোহরা এজাহার শাহমাজার-সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে, যা দেলোয়ারের গোডাউন নামে পরিচিত। মনির দেলোয়ারের প্রধান সহযোগী। তিনি টিসিবির পণ্য বিভিন্ন পন্থায় বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করে দেলোয়ারের গুদামে পৌঁছে দেন।’
ওসি জাহিদুল আরও বলেন, ‘ডিলাররা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য যেখানে বিক্রি করেন, সেখানে এজেন্ট ঢুকিয়ে দেন দেলোয়ার ও মনির। দরিদ্র সেজে তেল, মসুর ডালসহ টিসিবির বিভিন্ন পণ্য কেনেন। এ ছাড়া গরিব লোকজনের কাছ থেকেও সামান্য বাড়তি দামে পণ্য কিনে মজুত করেন তাঁরা।’
ওসি জাহিদুল জানান, দেলোয়ার কর্মচারীদের মাধ্যমে টিসিবির স্টিকার খুলে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে খুচরা দোকানিদের কাছে সরবরাহ করেন। দুই কেজির প্যাকেট থেকে মসুর ডাল ৫০ কেজির বস্তায় মেশানো হতো। পরে সেগুলো স্থানীয় বাজারে নিয়ে খুচরা হিসেবে চড়া দামে বিক্রি করতেন তিনি।
পুলিশের অভিযানে দেলোয়ারের গুদাম থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল এবং ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এর দাম ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানান ওসি। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
৮ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
৩৯ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে