Ajker Patrika

কিশোরীকে উত্ত্যক্ত করায় যুবকের ১ বছরের কারাদণ্ড

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১২: ৪৭
কিশোরীকে উত্ত্যক্ত করায় যুবকের ১ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলপড়ুয়া কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে ছালাউদ্দিন আরমান (২৫) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ সাজা দেওয়া হয়। 

সাজাপ্রাপ্ত ছালাউদ্দিন আরমান উপজেলার চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকার নেজামুল হকের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ছালাউদ্দিন আরমান দীর্ঘদিন ধরে একই এলাকার কাইউম কসাইয়ের স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার দিন অভিযুক্তকে হাতেনাতে ধরে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী। এ সময় সঙ্গে ছিলেন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান তরপদারসহ পুলিশ সদস্য। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত যুবক এলাকায় চোর চক্রের অন্যতম সদস্য। চুরির দায়ে তিনি বেশ কয়েকবার কারাগারে ছিলেন। 

ইউএনও এস এম শান্তনু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ মোতাবেক ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত