Ajker Patrika

অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ 

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে লরির ধাক্কায় এই তিনজন নিহত হন।

নিহতরা হলেন— শ্রীকান্ত ধর (৬৫) ও তাঁর ছেলে লিটু কুমার ধর (৩০)। তাঁরা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা। 

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন সিএনজিচালক আলী আজগর (৩০)। তিনিও একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

নিহত সিএনজিচালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, ‘আজ শনিবার বিকেলে আমার ভাই পার্শ্ববর্তী এলাকার লিটু কুমার ধর ও তাঁর বাবাকে নিয়ে শহরের বাসায় নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।’

পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত