Ajker Patrika

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মফিজুর, সদস্যসচিব মালেক

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২১: ৪৭
লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মফিজুর, সদস্যসচিব মালেক

জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি মফিজুর রহমান মাস্টারকে আহ্বায়ক ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. আব্দুল মালেক নিরবকে সদস্যসচিব করে লক্ষ্মীপুর ‘সাংবাদিক ফোরাম’-এর ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরে সম্পাদক প্রকাশক পরিষদের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে এই ফোরাম গঠন করা হয়। 

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও দেশ টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, সদস্যসচিব ও বিটিভি এবং আমাদের সময়ের জেলা প্রতিনিধি জহির উদ্দিন, অধ্যাপক আজিজুর রহমান আজম, দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ। 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি এসএম বেল্লাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আবীর আকাশ, সদস্য দৈনিক বাংলাদেশ সময়ের রিয়াজ মাহমুদ বিনু, বর্তমান কথার কাজী ওসমান মোর্শেদ, দৈনিক স্বাধীন বাংলার নাজমুন নাহার লাকি, দৈনিক ভোরের চেতনার একে আজাদ, দৈনিক বাংলার ডাকের মো. মঞ্জুর হোসেন, দৈনিক নব অভিযানের ওমর ইউসুফ রুবেল, দৈনিক গণকণ্ঠের এমরান হোসেন ওসমান, দেশের সংবাদের তারেক উদ্দিন জাবেদ, দৈনিক মাতৃভূমির খবরের মোহাম্মদ আলী ও দৈনিক একুশে সংবাদের মোহাম্মদ আলী হোসাইন। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত