পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি পৌরসভার বাসিন্দা মো. শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের প্রতিবাদে ও অক্ষত অবস্থায় তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখা। আজ সোমবার সকালের সেই সমাবেশ থেকে তাঁর মুক্তির দাবিতে খাগড়াছড়ি পৌরসভায় কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।
আজ সকালে বিক্ষোভ মিছিলটি জেলা সদরের কল্যাণপুর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা গত ৯ নভেম্বর মো. শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় প্রশাসনকে উদ্দেশ করে তাঁরা বলেন, আজ ১১ দিনেও প্রশাসন তাঁর হদিস পায়নি। চাঁদা দিতে না পারায় রাসেলকে অপহরণ করা হয়। তাঁকে যারা অপহরণ করেছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানান তাঁরা।
এ সময় পিসিএনপি আগামীকাল মঙ্গলবার খাগড়াছড়ি পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তা ছাড়া আগামী বুধবারের মধ্যে অক্ষত অবস্থায় তাঁকে ফেরত না দিলে তিন পার্বত্য জেলায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পিসিএনপির জেলা সদস্যসচিব এস এম মাসুম রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আহমেদ মৌ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ, অপহৃত মো. শফিকুল ইসলাম রাসেলের বাবা মো. বাচ্চু মিয়া প্রমুখ।
খাগড়াছড়ির পানছড়ি পৌরসভার বাসিন্দা মো. শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের প্রতিবাদে ও অক্ষত অবস্থায় তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখা। আজ সোমবার সকালের সেই সমাবেশ থেকে তাঁর মুক্তির দাবিতে খাগড়াছড়ি পৌরসভায় কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।
আজ সকালে বিক্ষোভ মিছিলটি জেলা সদরের কল্যাণপুর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা গত ৯ নভেম্বর মো. শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় প্রশাসনকে উদ্দেশ করে তাঁরা বলেন, আজ ১১ দিনেও প্রশাসন তাঁর হদিস পায়নি। চাঁদা দিতে না পারায় রাসেলকে অপহরণ করা হয়। তাঁকে যারা অপহরণ করেছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানান তাঁরা।
এ সময় পিসিএনপি আগামীকাল মঙ্গলবার খাগড়াছড়ি পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তা ছাড়া আগামী বুধবারের মধ্যে অক্ষত অবস্থায় তাঁকে ফেরত না দিলে তিন পার্বত্য জেলায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পিসিএনপির জেলা সদস্যসচিব এস এম মাসুম রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আহমেদ মৌ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ, অপহৃত মো. শফিকুল ইসলাম রাসেলের বাবা মো. বাচ্চু মিয়া প্রমুখ।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে