Ajker Patrika

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা চেয়ারম্যানঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার রাত ৯টার দিকে পটিয়ার খরনা চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার আবু বক্কর তাসিফ (১৮) ও কক্সবাজারে ঈদগাহ মধ্যম মাইজ পাড়া এলাকার নুরুল আমিন (২৭)। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী মার্সা পরিবহনের বাস নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। 

এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে চন্দনাইশ উপজেলার বৈলতলীর আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিফ (১৮) ও কক্সবাজারের ঈদগাহ মধ্যম মাইজ পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আমিন (২৭), বৈলতলীর রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২) ও চকরিয়ার সিএনজি চালক লিটন (৩৫) আহত হন। 

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর তাসিফ ও নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা চিকিৎসাধীন অবস্থায় আছে। 

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ২ জনের সুরতহাল রির্পোট তৈরি করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত