ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে টিসিবির পণ্য বিতরণ কার্ডে বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র মো. তোফাজ্জল হোসেনের ছবি দিয়ে তা বিতরণ করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম শুরু হয়। সেখানে সুবিধাভোগীদের হাতে মেয়রের ছবিসহ কার্ড দেখা যায়।
টিসিবি কার্ডের সুবিধাভোগীরা জানান, মেয়রের ছবিযুক্ত টিসিবির যে কার্ড দেওয়া হয়েছে সেটা দেখালেই নির্ধারিত দামে পণ্য দেওয়া হচ্ছে। মেয়রের ছবিসহ কার্ড ছাড়া পণ্য দেওয়া হচ্ছে না।
টিসিবির পণ্য নিতে আসা মহছেনা বেগম বলেন, ‘মেয়রের ছবি ছাড়া কার্ড নিয়ে আসলে পণ্য দেওয়া হয় না। তাই তার ছবিসহ কার্ড নিয়ে আসছি। সঙ্গে জাতীয় পরিচয়পত্রও ছিল।’
তবে সরকারি কাজে মেয়রের ছবি সংযুক্ত থাকা কার্ড দিয়ে পণ্য নেওয়ার বিষয়টিকে বিরূপভাবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।
বাঞ্ছারামপুর গ্রামের সাবেক মেম্বার আল আমিন বলেন, ‘এই কার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকলে সুন্দর হতো। কেননা এটা সম্পূর্ণ সরকারি সংস্থা থেকে আসে।’
বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘টিসিবির কার্ডে ছবি দেওয়ার বিষয়ে মন্তব্য করে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমাকে মেয়রের ছবিসহ কার্ড দিয়েছে আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি।’
কার্ডে নিজের ছবি ও নামের বিষয়ে অস্বীকার করে বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনকে বলেন, ‘কার্ডে আমার ছবি ও নাম কীভাবে এল জানি না। এটি আমার মান-সম্মানকে ক্ষুণ্ন করার একটি পাঁয়তারা করা হচ্ছে বলে মনে করছি।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, ‘টিসিবি পণ্যের কার্ডে কোনো জনপ্রতিনিধি নিজের ছবি ব্যবহার করতে পারে না। আজ (মঙ্গলবার) এমন কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। টিসিবির পণ্য নিতে গেলে সরকার দেওয়া যে কার্ড সেই কার্ড দিয়েই পণ্য নিতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে টিসিবির পণ্য বিতরণ কার্ডে বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র মো. তোফাজ্জল হোসেনের ছবি দিয়ে তা বিতরণ করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম শুরু হয়। সেখানে সুবিধাভোগীদের হাতে মেয়রের ছবিসহ কার্ড দেখা যায়।
টিসিবি কার্ডের সুবিধাভোগীরা জানান, মেয়রের ছবিযুক্ত টিসিবির যে কার্ড দেওয়া হয়েছে সেটা দেখালেই নির্ধারিত দামে পণ্য দেওয়া হচ্ছে। মেয়রের ছবিসহ কার্ড ছাড়া পণ্য দেওয়া হচ্ছে না।
টিসিবির পণ্য নিতে আসা মহছেনা বেগম বলেন, ‘মেয়রের ছবি ছাড়া কার্ড নিয়ে আসলে পণ্য দেওয়া হয় না। তাই তার ছবিসহ কার্ড নিয়ে আসছি। সঙ্গে জাতীয় পরিচয়পত্রও ছিল।’
তবে সরকারি কাজে মেয়রের ছবি সংযুক্ত থাকা কার্ড দিয়ে পণ্য নেওয়ার বিষয়টিকে বিরূপভাবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।
বাঞ্ছারামপুর গ্রামের সাবেক মেম্বার আল আমিন বলেন, ‘এই কার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকলে সুন্দর হতো। কেননা এটা সম্পূর্ণ সরকারি সংস্থা থেকে আসে।’
বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘টিসিবির কার্ডে ছবি দেওয়ার বিষয়ে মন্তব্য করে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমাকে মেয়রের ছবিসহ কার্ড দিয়েছে আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি।’
কার্ডে নিজের ছবি ও নামের বিষয়ে অস্বীকার করে বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনকে বলেন, ‘কার্ডে আমার ছবি ও নাম কীভাবে এল জানি না। এটি আমার মান-সম্মানকে ক্ষুণ্ন করার একটি পাঁয়তারা করা হচ্ছে বলে মনে করছি।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, ‘টিসিবি পণ্যের কার্ডে কোনো জনপ্রতিনিধি নিজের ছবি ব্যবহার করতে পারে না। আজ (মঙ্গলবার) এমন কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। টিসিবির পণ্য নিতে গেলে সরকার দেওয়া যে কার্ড সেই কার্ড দিয়েই পণ্য নিতে হবে।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪০ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে