নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের এক গরু ব্যাপারী গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণে তাঁর একটি পা উড়ে গেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি বর্ডার গার্ড অবজারভেশন পোস্ট (বিওপি) ৪৫ পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. গোলাম আকবর (২৫)। বাড়ি সদর ইউনিয়নের জামছড়ি গ্রামে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন আকবর। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন।’
পরে আহত আকবরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকালে চোরাইপথে মিয়ানমারের ওপারে গরু আনতে যান গোলাম আকবর। সুযোগ বুঝে বেলা আড়াইটার দিকে ২টি গরু নিয়ে সীমানা পার হওয়ার সময় একটি গরু অন্যদিকে চলে যায়। আকবর সেটিকে ফেরাতে গেলে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইনের তার আকবরের পায়ে টান খায়। এতে মাইনটি বিস্ফোরণ ঘটলে তাঁর বাম পা উড়ে যায়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সীমান্তের ৪৪ নম্বর পিলারের জামছড়ির সাপমারাঝিরি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গুরুতর জখম হন এক কাঠুরিয়া। তিনি অবৈধ পথে মিয়ানমার থেকে কাঠ আনতেন। এভাবে একের পর এক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় ওই সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের এক গরু ব্যাপারী গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণে তাঁর একটি পা উড়ে গেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি বর্ডার গার্ড অবজারভেশন পোস্ট (বিওপি) ৪৫ পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. গোলাম আকবর (২৫)। বাড়ি সদর ইউনিয়নের জামছড়ি গ্রামে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন আকবর। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন।’
পরে আহত আকবরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকালে চোরাইপথে মিয়ানমারের ওপারে গরু আনতে যান গোলাম আকবর। সুযোগ বুঝে বেলা আড়াইটার দিকে ২টি গরু নিয়ে সীমানা পার হওয়ার সময় একটি গরু অন্যদিকে চলে যায়। আকবর সেটিকে ফেরাতে গেলে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইনের তার আকবরের পায়ে টান খায়। এতে মাইনটি বিস্ফোরণ ঘটলে তাঁর বাম পা উড়ে যায়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সীমান্তের ৪৪ নম্বর পিলারের জামছড়ির সাপমারাঝিরি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গুরুতর জখম হন এক কাঠুরিয়া। তিনি অবৈধ পথে মিয়ানমার থেকে কাঠ আনতেন। এভাবে একের পর এক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় ওই সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে