Ajker Patrika

রাউজানে ছেলে হত্যার দায়ে মাসহ গ্রেপ্তার ৩

রাউজান প্রতিনিধি
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৭ ও রাউজান থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড়দিঘীরপাড় এলাকার লালিয়ার হাটের একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন মো. নাজিম উদ্দিন (৩৩), মো. দিদারুল ইসলাম (৩১), শহীদা বেগম (৬৪)। তাঁরা রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের তিতা গাজীর বাড়ির বাসিন্দা এবং নিহত বকুলের মা ও ভাই।

সূত্রমতে, জায়গাজমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামের এক প্রকৌশলীকে তাঁর মা, ভাই, বোন এবং স্বজনেরা মিলে হত্যা করেছিলেন।

এ ঘটনায় আরেক ভাই মো. রাজু আহম্মেদ হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজনই এজাহারভুক্ত আসামি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রাউজান থানা-পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে রাউজান থানা হেফাজতে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল আসামিদের গ্রেপ্তারের দাবি এবং আসামি কর্তৃক মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বকুল হত্যা মামলার বাদী মো. রাজু আহম্মেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত