নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের সদস্যদের হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) ছাত্রাবাস সংলগ্ন চটেশ্বরী রোডে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা জিকু দেবনাথ, আমিরুল ইসলাম রুবেল, গোপাল, সাজু ও ডালিম। এঁদের মধ্যে জিকু ও গোপালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা থানার উদ্দেশে আসছেন। উনারা আসলে বিস্তারিত জানা যাবে।’
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চকবাজারের কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে একদল কিশোর ধারালো কিরিচ, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় হামলার শিকার যুবকেরা একটি মোড়ে দাঁড়িয়েছিলেন।
পরে হঠাৎ তাঁদের তাড়া করেন হামলাকারীরা। এঁদের মধ্যে জিকু নামে এক যুবককে মাটিতে ফেলে আঘাত করতে থাকেন হামলাকারীরা। হামলার শিকার ও হামলাকারী উভয় গ্রুপ সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হামলার ঘটনার ঘটে।
এঁদের মধ্যে রাজু স্থানীয় কাউন্সিলর নুরুল মোস্তফা টিনুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০২১ সালে চমেক হাসপাতালের এক ডাক্তারকে হত্যাচেষ্টার মামলায় পাঁচলাইশ থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজু। পরে জামিনে বেরিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ ও চকবাজার থানায় চাঁদাবাজি, অপহরণ, হত্যাচেষ্টার একাধিক মামলা ও জিডি থাকার তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের সদস্যদের হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) ছাত্রাবাস সংলগ্ন চটেশ্বরী রোডে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা জিকু দেবনাথ, আমিরুল ইসলাম রুবেল, গোপাল, সাজু ও ডালিম। এঁদের মধ্যে জিকু ও গোপালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা থানার উদ্দেশে আসছেন। উনারা আসলে বিস্তারিত জানা যাবে।’
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চকবাজারের কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে একদল কিশোর ধারালো কিরিচ, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় হামলার শিকার যুবকেরা একটি মোড়ে দাঁড়িয়েছিলেন।
পরে হঠাৎ তাঁদের তাড়া করেন হামলাকারীরা। এঁদের মধ্যে জিকু নামে এক যুবককে মাটিতে ফেলে আঘাত করতে থাকেন হামলাকারীরা। হামলার শিকার ও হামলাকারী উভয় গ্রুপ সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হামলার ঘটনার ঘটে।
এঁদের মধ্যে রাজু স্থানীয় কাউন্সিলর নুরুল মোস্তফা টিনুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০২১ সালে চমেক হাসপাতালের এক ডাক্তারকে হত্যাচেষ্টার মামলায় পাঁচলাইশ থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজু। পরে জামিনে বেরিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ ও চকবাজার থানায় চাঁদাবাজি, অপহরণ, হত্যাচেষ্টার একাধিক মামলা ও জিডি থাকার তথ্য পাওয়া গেছে।
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
৪১ মিনিট আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
২ ঘণ্টা আগে