Ajker Patrika

বাইরে নেগেটিভ বিমানবন্দরে করোনা পজিটিভ

জমির উদ্দিন, চট্টগ্রাম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০: ৩১
বাইরে নেগেটিভ বিমানবন্দরে করোনা পজিটিভ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্রধান গেট দিয়ে সোজা পাহাড়ের ওপরে করোনা আইসোলেশন সেন্টার। দ্বিতীয় তলায় ১৭ জন করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিদেশযাত্রী রয়েছেন ৯ জন। তাঁদের একজন মো. শাখাওয়াত হোসেন। জ্বর, সর্দি কিংবা কাশি কোনো লক্ষণই নেই তাঁর। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষায় করোনা পজিটিভ হয়ে দুবাই যেতে পারেননি তিনি। অথচ আগের দিন শেভরন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছিল। 

শুধু শাখাওয়াত নন, অন্য ৮ জনের অবস্থাও একই। তাঁদের মধ্যে রোগের কোনো লক্ষণই নেই। সবার আগের দিন করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর বিমানবন্দরে নমুনায় করোনা পজিটিভ আসে। এমন হবে কেন? তাঁদের সঙ্গে কোনো প্রতারণা করা হচ্ছে না তো! এমন প্রশ্ন নিয়ে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

আইসোলেশন সেন্টার সূত্র জানায়, ৩ জানুয়ারি বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিন বিদেশগামী এক যাত্রীর করোনা শনাক্ত হয়। তারপর ৬ জানুয়ারি চারজন ও গতকাল ৭ জানুয়ারি চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। 

শাখাওয়াতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি আজকের পত্রিকাকে জানান, আগ্রাবাদের শেভরন ডায়াগনস্টিক সেন্টার থেকে ৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ওই দিন সন্ধ্যায় রিপোর্ট হাতে পান। সেখানে তাঁর করোনা নেগেটিভ আসে। 

পরদিন ৬ জানুয়ারি রাত সাড়ে ৮টায় তাঁর দুবাইয়ে ফ্লাইট ছিল। এই জন্য বিমানবন্দরে সকাল সকাল চলে যান। সকাল সাড়ে ৯টায় আরটি-পিসিআর ল্যাবে নমুনা দেন। সন্ধ্যার দিকে রিপোর্ট হাতে পান। সেখানে তাঁর করোনা পজিটিভ আসে। 

একই ফ্লাইটে মো. রনিরও যাওয়ার কথা ছিল। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী। আগের দিন চট্টগ্রাম ইম্পিরিয়াল হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্টে তাঁর নেগেটিভ আসে। কিন্তু শাখাওয়াতের মতো পরের দিন তাঁরও বিমানবন্দরে নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বিদেশগামী যাত্রীরা৬ জানুয়ারি তাঁদের মতো আরও দুজনেরও করোনা পজিটিভ এসেছিল। যাঁদের আগের দিন করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তাঁদের অভিযোগ ৮টায় যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল ওই ফ্লাইটে সিট সংখ্যা ১৮০টি। কিন্তু ওই ফ্লাইটে ১৮০ জনই দুবাই গেছেন। 

মো. রনি বলেন, ‘ওই ফ্লাইটে তাঁর এক বন্ধু দুবাই গেছেন। তিনি জানিয়েছেন, সব সিট পূর্ণ ছিল। আমাদের করোনা পজিটিভ দিয়ে বাড়তি টাকা পেয়ে এজেন্সিগুলো বাইরে টিকিট বিক্রি করেছেন কি না, সেটি তদন্তের দাবি জানাই।’ একই অভিযোগ করেন ভুক্তভোগী মো. শাখাওয়াত। 

তবে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, করোনা নেগেটিভ সনদ পাওয়ার পরও যেকোনো সময় আবারও করোনা আক্রান্ত হতে পারে। তাঁদের ক্ষেত্রেও এই অবস্থা হয়েছে। তাঁদের অভিযোগ ভিত্তিহীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত