চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে বেত্রাঘাত বা অন্য যেকোনো ভাবে মারধর নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু চট্টগ্রামের হালিশহরে জে. পি ইনোভেটিভ নামে একটি কোচিং সেন্টারে প্রায়ই শিক্ষার্থীদের মারধর করা হয়। সেটি স্বীকারও করেছেন কোচিং সেন্টারটির এক শিক্ষক। সম্প্রতি এক শিক্ষার্থীকে মেরে হাত রক্তাক্ত করার ঘটনার পর সেটি প্রকাশ্যে এল।
শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারের বেতন দিতে মাত্র দুই দিন দেরি হওয়ায় ছাত্রকে মারধর করেছেন কোচিং সেন্টারের এক শিক্ষক। বিষয়টি অস্বীকার করলেও ভুক্তভোগীর অভিভাবক সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে দেখানো হয়নি।
আজ রোববার সকালে কোচিং সেন্টারটিতে এ ঘটনা ঘটে। মারধরের আগে ভুক্তভোগী ওই ছাত্রকে ঘণ্টাখানেক আটকে রাখা হয় বলেও অভিযোগ করেছেন অভিভাবক।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইশমাম। সে ৬ষ্ঠ শ্রেণির নিয়মিত ব্যাচের ছাত্র। মারধরকারী শিক্ষক আবু সালেহ অষ্টম শ্রেণি ব্যাচের ইনচার্জ।
ভুক্তভোগীর মা বলেন, ‘কোচিংয়ে মাসের ১৫ তারিখের মধ্যে বেতন দিতে হয়। চলতি মাসের বেতন দিতে দুই দিন দেরি হওয়ায় আমার ছেলেকে আটকে রাখা হয়। পরে আমি ৬ষ্ঠ শ্রেণির ইনচার্জকে ফোন দিয়ে কাল যাব বলে জানাই এবং আমার ছেলেকে ছেড়ে দিতে বলি। অষ্টম শ্রেণির ইনচার্জ আমার ছেলেকে হাতের তালুতে লেদারের স্কেল দিলে প্রচণ্ড মারধর করেছে। তার হাত থেকে রক্ত বের হয়েছে।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবু সালেহ। তিনি বলেন, ‘আমি তাকে মারধর করি নাই। একসঙ্গে অনেকজন থাকায় হয়তো অন্য কাউকে মারার সময় তার হাতে একটু লাগতে পারে।’
কোচিংয়ে মারধর করা হয় নাকি? এমন প্রশ্নে আবু সালেহ বলেন, ‘মাঝেমধ্যে করা হয়।’ আজকের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে বলেন, আগে থেকে সিসিটিভি বন্ধ ছিল।
এ বিষয়ে জানতে কোচিংয়ের মালিক ও পরিচালক মো. জুয়েলকে তাঁর ব্যক্তিগত ফোন নম্বরে কল দেওয়া হলে প্রথমে কেটে দেন। পরে এসএমএস পাঠালেও সাড়া দেননি।
শিক্ষাপ্রতিষ্ঠানে বেত্রাঘাত বা অন্য যেকোনো ভাবে মারধর নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু চট্টগ্রামের হালিশহরে জে. পি ইনোভেটিভ নামে একটি কোচিং সেন্টারে প্রায়ই শিক্ষার্থীদের মারধর করা হয়। সেটি স্বীকারও করেছেন কোচিং সেন্টারটির এক শিক্ষক। সম্প্রতি এক শিক্ষার্থীকে মেরে হাত রক্তাক্ত করার ঘটনার পর সেটি প্রকাশ্যে এল।
শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারের বেতন দিতে মাত্র দুই দিন দেরি হওয়ায় ছাত্রকে মারধর করেছেন কোচিং সেন্টারের এক শিক্ষক। বিষয়টি অস্বীকার করলেও ভুক্তভোগীর অভিভাবক সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে দেখানো হয়নি।
আজ রোববার সকালে কোচিং সেন্টারটিতে এ ঘটনা ঘটে। মারধরের আগে ভুক্তভোগী ওই ছাত্রকে ঘণ্টাখানেক আটকে রাখা হয় বলেও অভিযোগ করেছেন অভিভাবক।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইশমাম। সে ৬ষ্ঠ শ্রেণির নিয়মিত ব্যাচের ছাত্র। মারধরকারী শিক্ষক আবু সালেহ অষ্টম শ্রেণি ব্যাচের ইনচার্জ।
ভুক্তভোগীর মা বলেন, ‘কোচিংয়ে মাসের ১৫ তারিখের মধ্যে বেতন দিতে হয়। চলতি মাসের বেতন দিতে দুই দিন দেরি হওয়ায় আমার ছেলেকে আটকে রাখা হয়। পরে আমি ৬ষ্ঠ শ্রেণির ইনচার্জকে ফোন দিয়ে কাল যাব বলে জানাই এবং আমার ছেলেকে ছেড়ে দিতে বলি। অষ্টম শ্রেণির ইনচার্জ আমার ছেলেকে হাতের তালুতে লেদারের স্কেল দিলে প্রচণ্ড মারধর করেছে। তার হাত থেকে রক্ত বের হয়েছে।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবু সালেহ। তিনি বলেন, ‘আমি তাকে মারধর করি নাই। একসঙ্গে অনেকজন থাকায় হয়তো অন্য কাউকে মারার সময় তার হাতে একটু লাগতে পারে।’
কোচিংয়ে মারধর করা হয় নাকি? এমন প্রশ্নে আবু সালেহ বলেন, ‘মাঝেমধ্যে করা হয়।’ আজকের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে বলেন, আগে থেকে সিসিটিভি বন্ধ ছিল।
এ বিষয়ে জানতে কোচিংয়ের মালিক ও পরিচালক মো. জুয়েলকে তাঁর ব্যক্তিগত ফোন নম্বরে কল দেওয়া হলে প্রথমে কেটে দেন। পরে এসএমএস পাঠালেও সাড়া দেননি।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
২ ঘণ্টা আগে