ফেনী প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে নৌকার প্রার্থীর প্রচার শেষে নারী ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলায় পথসভা করেন নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। তিনি চলে যাওয়ার পর তাঁর সমর্থনে শর্শদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জানে আলম টাকা বিতরণ করেন বলে অভিযোগ স্থানীয়দের।
তবে শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঞা বলেছেন, বিতরণকৃত টাকাগুলো তাঁর নিজের। অসহায়–দরিদ্রদের মাঝে প্রায় তিনি এভাবে বিতরণ করেন।
আজ সকালে সদর উপজেলার নোয়াবাদ, মোহাম্মদ আলী বাজার, নিমতলা, শর্শদী বাজার, আবুপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পথসভা করেন নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দেন। ভোট কেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সে বিষয়ে নেতাকর্মী ও সমর্থকেদের সতর্কতা করেন। ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে বিজয় করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ শেষে প্রার্থী চলে যাওয়ার পর সদর উপজেলার শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঞা নৌকার পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করেন। সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি এমন অভিযোগ করেন। তাঁরা বলেন, শর্শদী ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেছনে নারীদের হাতে নগদ টাকা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান। এ সময় অনেকের হাতে এমপির ছবি সংবলিত প্যাকেটে খাবারও সরবরাহ করতে দেখা গেছে।
তবে টাকা পাওয়ার বিষয়ে উপস্থিত কোনো নারী মন্তব্য করতে রাজি হননি।
শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, এগুলো প্রার্থীর টাকা না। বিতরণকৃত টাকাগুলো তাঁর নিজের। তিনি প্রায় অসহায় দরিদ্রদের মাঝে এভাবে টাকা বিতরণ করে থাকেন। এটি তারই অংশ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, যদি এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফেনী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ আসনের বাকি প্রার্থীরা হলেন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম (লাঙ্গল), তৃণমূল বিএনপির আ ই ম আমজাদ হোসেন ভূইয়া (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী এ এস এম আনোরুল কবির (ঈগল), ইসলামী ফ্রন্ট মাওলানা নুরুল ইসলাম (মোমবাতি), খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবু হোসেন (বটগাছ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মোহাম্মদ নুরুল আমিন ভূঁইয়া (ছড়ি), বাংলাদেশ কংগ্রেস থেকে মোহাম্মদ হোসেন (ডাব)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে নৌকার প্রার্থীর প্রচার শেষে নারী ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলায় পথসভা করেন নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। তিনি চলে যাওয়ার পর তাঁর সমর্থনে শর্শদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জানে আলম টাকা বিতরণ করেন বলে অভিযোগ স্থানীয়দের।
তবে শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঞা বলেছেন, বিতরণকৃত টাকাগুলো তাঁর নিজের। অসহায়–দরিদ্রদের মাঝে প্রায় তিনি এভাবে বিতরণ করেন।
আজ সকালে সদর উপজেলার নোয়াবাদ, মোহাম্মদ আলী বাজার, নিমতলা, শর্শদী বাজার, আবুপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পথসভা করেন নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দেন। ভোট কেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সে বিষয়ে নেতাকর্মী ও সমর্থকেদের সতর্কতা করেন। ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে বিজয় করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ শেষে প্রার্থী চলে যাওয়ার পর সদর উপজেলার শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঞা নৌকার পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করেন। সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি এমন অভিযোগ করেন। তাঁরা বলেন, শর্শদী ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেছনে নারীদের হাতে নগদ টাকা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান। এ সময় অনেকের হাতে এমপির ছবি সংবলিত প্যাকেটে খাবারও সরবরাহ করতে দেখা গেছে।
তবে টাকা পাওয়ার বিষয়ে উপস্থিত কোনো নারী মন্তব্য করতে রাজি হননি।
শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, এগুলো প্রার্থীর টাকা না। বিতরণকৃত টাকাগুলো তাঁর নিজের। তিনি প্রায় অসহায় দরিদ্রদের মাঝে এভাবে টাকা বিতরণ করে থাকেন। এটি তারই অংশ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, যদি এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফেনী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ আসনের বাকি প্রার্থীরা হলেন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম (লাঙ্গল), তৃণমূল বিএনপির আ ই ম আমজাদ হোসেন ভূইয়া (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী এ এস এম আনোরুল কবির (ঈগল), ইসলামী ফ্রন্ট মাওলানা নুরুল ইসলাম (মোমবাতি), খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবু হোসেন (বটগাছ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মোহাম্মদ নুরুল আমিন ভূঁইয়া (ছড়ি), বাংলাদেশ কংগ্রেস থেকে মোহাম্মদ হোসেন (ডাব)।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১০ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে