Ajker Patrika

রইস হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ: চট্টগ্রামে গ্রেপ্তার ২১ নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইমাম মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষের সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ও পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার নগরীর মুরাদপুর ও চান্দগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনীও পুলিশের সঙ্গে আন্দোলন দমনের চেষ্টা করে।

ঘটনার পর রাতে পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় ২১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচলাইশ থানার মামলায় ১২ জন ও চান্দগাঁও থানার মামলায় ৯ জন।

এ বিষয়ে পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ও মো. আফতাব উদ্দিন বলেন, ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্যরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের নামে হাতে লাঠি, ইটপাথর নিয়ে একটি মিছিল করেন। পরে মুরাদপুর মোড়ে জড়ো হয়ে বিভিন্ন স্থাপনা ও গণপরিবহন ভাঙচুর করেন।

পুলিশ সদস্যরা তাঁদের নিবৃত্তের চেষ্টা করলে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।

পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি-বেসরকারি জানমাল রক্ষায় ঘটনাস্থলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করা হয়।

এ সময় তাৎক্ষণিক ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত