রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার ও কাঁচামালের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নে বিএনপির মধ্যে দুটি ধারা সৃষ্টি হয়। একপক্ষে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী ও অন্যপক্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ নেতৃত্ব দিচ্ছেন।
এরই মধ্যে বেশ কয়েকবার তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনার পাড়ের চান্দারখালের এলাকায় উপজেলা কৃষক দলের সদস্যসচিবের টেবিলের পাশের ব্যানার ছিঁড়ে ফেলেন খাসেরহাট এলাকার বিএনপি নেতা ফারুক গাজী। এ নিয়ে শামিম গাজীর নেতৃত্বে তাঁর অনুসারীরা খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর ফারুক কবিরাজের নির্দেশে শামিম গাজীর অফিস ভাঙচুর করা হয়।
আজ শুক্রবার সকালে শামিমের ম্বশুর শফিক রাঢ়ির বাড়িতে হামলা হয়। ওই সময় তাঁরা শফিক রাঢ়িকে মারধর করে বাড়িঘর ভাঙচুর, তাঁর পক্ষের মিজানের বাড়ি ও দোকানে হামলা, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
দুই দিনের ঘটনায় কমপক্ষের ১৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর জখম শফিক রাঢ়ি (৪৮) ও লিন রাঢ়িকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। আহত তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁ, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদ রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শামিম গাজী বলেন, ‘ফারুক কবিরাজের নির্দেশে আমাদের ওপর জঘন্য হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।’
ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ বলেন, ‘ব্যানার নিয়ে ঝামেলা হওয়ায় আমি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিই। কিন্তু তারা না মেনে আমার নামে বাজারে অশালীন বক্তব্য দিয়ে মহড়া দিয়ে আমাদের অফিস ভাঙচুর করা হয়। এরপর আমরাও তাদের ওপর আক্রমণ করি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থলে সেনাসদস্যদের সঙ্গে আমাদের পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।’
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার ও কাঁচামালের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নে বিএনপির মধ্যে দুটি ধারা সৃষ্টি হয়। একপক্ষে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী ও অন্যপক্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ নেতৃত্ব দিচ্ছেন।
এরই মধ্যে বেশ কয়েকবার তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনার পাড়ের চান্দারখালের এলাকায় উপজেলা কৃষক দলের সদস্যসচিবের টেবিলের পাশের ব্যানার ছিঁড়ে ফেলেন খাসেরহাট এলাকার বিএনপি নেতা ফারুক গাজী। এ নিয়ে শামিম গাজীর নেতৃত্বে তাঁর অনুসারীরা খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর ফারুক কবিরাজের নির্দেশে শামিম গাজীর অফিস ভাঙচুর করা হয়।
আজ শুক্রবার সকালে শামিমের ম্বশুর শফিক রাঢ়ির বাড়িতে হামলা হয়। ওই সময় তাঁরা শফিক রাঢ়িকে মারধর করে বাড়িঘর ভাঙচুর, তাঁর পক্ষের মিজানের বাড়ি ও দোকানে হামলা, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
দুই দিনের ঘটনায় কমপক্ষের ১৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর জখম শফিক রাঢ়ি (৪৮) ও লিন রাঢ়িকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। আহত তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁ, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদ রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শামিম গাজী বলেন, ‘ফারুক কবিরাজের নির্দেশে আমাদের ওপর জঘন্য হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।’
ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ বলেন, ‘ব্যানার নিয়ে ঝামেলা হওয়ায় আমি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিই। কিন্তু তারা না মেনে আমার নামে বাজারে অশালীন বক্তব্য দিয়ে মহড়া দিয়ে আমাদের অফিস ভাঙচুর করা হয়। এরপর আমরাও তাদের ওপর আক্রমণ করি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থলে সেনাসদস্যদের সঙ্গে আমাদের পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে