Ajker Patrika

নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪৬
নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাটের পুরোনো কোল্ড স্টোর থেকে পারুল বেগম নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন পারুলের বাবা নুরনবী। গতকাল বুধবার বিকেলে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার বিকেলে কর্মস্থল বিসিক শিল্পনগরীতে আসার পথে নিখোঁজ হন তিনি। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে মজু চৌধুরীর হাট এলাকায় কোল্ড স্টোরের পাশে শিশুরা খেলছিল। এ সময় ওই শিশুরা পরিত্যক্ত ঘরে পারুল বেগমের মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, পারুল বেগম গত সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কর্মস্থলে আসার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত