কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে যুবলীগের আহ্বায়ককে খুনের ঘটনায় এখনো (১৬ ঘণ্টা) মামলা হয়নি। তবে খুনিদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
আজ সোমবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া।
এদিকে প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহের সামনে মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন জামাল। এ সময় বোরকা পরিহিত তিন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেন। একজন বোরকার নিচ থেকে পিস্তল বের করেন। জামাল বুঝতে পেরে দৌড় দেওয়ার সময় বাকি দুজন তাঁদের হাতে থাকা পিস্তল দিয়ে জামালকে তিনটি গুলি করেন।
এদিকে একটি গুলি কপালে, আরেকটি বুকে বিদ্ধ হয়। এ সময় জামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনেরা নিশ্চিত হওয়ার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত জামাল কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ব্যবসার সুবাদে দাউদকান্দির গৌরীপুর বাজারে থাকতেন।
রোববার রাতে গুলি করে হত্যার ঘটনায় এখনো কেন মামলা হয়নি সে বিষয়ে দাউদকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, স্বজনেরা জামালের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল যায়। সেখানে জামালের ময়নাতদন্ত হয়েছে। এখনো জামালের স্বজনেরা বাড়ি আসেনি। ফলে মামলা করা সম্ভব হয়নি। সন্ধ্যা নাগাদ পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হতে পারে।
পরিবারের সূত্রে জানা গেছে, জামালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন। তিনি আজ বিকেলে দেশে ফিরবেন। পরে মরদেহ কুমিল্লায় নিয়ে দাফন করবেন।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে যুবলীগের আহ্বায়ককে খুনের ঘটনায় এখনো (১৬ ঘণ্টা) মামলা হয়নি। তবে খুনিদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
আজ সোমবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া।
এদিকে প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহের সামনে মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন জামাল। এ সময় বোরকা পরিহিত তিন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেন। একজন বোরকার নিচ থেকে পিস্তল বের করেন। জামাল বুঝতে পেরে দৌড় দেওয়ার সময় বাকি দুজন তাঁদের হাতে থাকা পিস্তল দিয়ে জামালকে তিনটি গুলি করেন।
এদিকে একটি গুলি কপালে, আরেকটি বুকে বিদ্ধ হয়। এ সময় জামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনেরা নিশ্চিত হওয়ার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত জামাল কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ব্যবসার সুবাদে দাউদকান্দির গৌরীপুর বাজারে থাকতেন।
রোববার রাতে গুলি করে হত্যার ঘটনায় এখনো কেন মামলা হয়নি সে বিষয়ে দাউদকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, স্বজনেরা জামালের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল যায়। সেখানে জামালের ময়নাতদন্ত হয়েছে। এখনো জামালের স্বজনেরা বাড়ি আসেনি। ফলে মামলা করা সম্ভব হয়নি। সন্ধ্যা নাগাদ পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হতে পারে।
পরিবারের সূত্রে জানা গেছে, জামালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন। তিনি আজ বিকেলে দেশে ফিরবেন। পরে মরদেহ কুমিল্লায় নিয়ে দাফন করবেন।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
২৯ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
৪১ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে