কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় রশিদা খাতুন (৪৫) নামের এক নারীকে কাঠ ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ নিয়ে কলহের জেরে রশিদাকে তাঁর জামাতা হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা হেলাল উদ্দিন মানিক (২৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মানিক একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে। রশিদা খাতুনও ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
অভিযুক্ত ব্যক্তির স্ত্রী হাফসা আকতার বলেন, ‘দুই বছর আগে হেলাল উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে বাপের বাড়ি চলে আসি। অভাব–অনটনের সংসারে আমি কেইপিজেডের পোশাক কারখানায় চাকরি নিই। এর মধ্যে আমার স্বামী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৩ লাখ টাকার ঋণ পরিশোধ করতে আমার ওপর চাপ সৃষ্টি করেন।’
হাফসা আকতার বলেন, ‘সকালে আমার স্বামী আমার বাবার বাড়ি এসে মা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় মাকে কাঠ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তৈয়বুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন।’
চট্টগ্রামের আনোয়ারায় রশিদা খাতুন (৪৫) নামের এক নারীকে কাঠ ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ নিয়ে কলহের জেরে রশিদাকে তাঁর জামাতা হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা হেলাল উদ্দিন মানিক (২৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মানিক একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে। রশিদা খাতুনও ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
অভিযুক্ত ব্যক্তির স্ত্রী হাফসা আকতার বলেন, ‘দুই বছর আগে হেলাল উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে বাপের বাড়ি চলে আসি। অভাব–অনটনের সংসারে আমি কেইপিজেডের পোশাক কারখানায় চাকরি নিই। এর মধ্যে আমার স্বামী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৩ লাখ টাকার ঋণ পরিশোধ করতে আমার ওপর চাপ সৃষ্টি করেন।’
হাফসা আকতার বলেন, ‘সকালে আমার স্বামী আমার বাবার বাড়ি এসে মা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় মাকে কাঠ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তৈয়বুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে