লক্ষ্মীপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে লক্ষ্মীপুরে রায়পুরে সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ইঞ্জিনচালিত নৌকা ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার গভীর রাতে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রায়পুর উপজেলার চরঘাসিয়া এলাকার আবদুর রবের ছেলে হারুন ব্যাপারী (১৯), এনায়েত উল্যাহর ছেলে সোহাগ হোসেন (২২), মোস্তফা দেওয়ানের ছেলে জসিম উদ্দিন (২১), বিল্লাল হোসেনের ছেলে খোরশেদ আলম (২০), চরইন্দুরিয়া এলাকার কাদির চকিদারের ছেলে আনোয়ার হোসেন (২৩), উত্তর চরবংশীর স্বপন হাওলাদারের ছেলে আমির হোসেন (২৪) ও কামাল গাজীর ছেলে বোরহান উদ্দিন (৩০)।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকার করায় আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল ও সাতটি নৌকা জব্দ করা হয়েছে। আটক সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার মাঝ রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকার চান্দার খাল এলাকার মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জেলেকে ১৫ দিন ও একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অভিযান পরিচালনার সময় মৎস্য কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁন বলেন, মা ইলিশ রক্ষায় ও জাটকা সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ১৮ অক্টোবর পর্যন্ত ৬০টি মোবাইল কোর্টের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল,৮টি ইঞ্জিন চালিত নৌকা, প্রায় ৫০ কেজি ইলিশ ও ১৫ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে লক্ষ্মীপুরে রায়পুরে সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ইঞ্জিনচালিত নৌকা ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার গভীর রাতে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রায়পুর উপজেলার চরঘাসিয়া এলাকার আবদুর রবের ছেলে হারুন ব্যাপারী (১৯), এনায়েত উল্যাহর ছেলে সোহাগ হোসেন (২২), মোস্তফা দেওয়ানের ছেলে জসিম উদ্দিন (২১), বিল্লাল হোসেনের ছেলে খোরশেদ আলম (২০), চরইন্দুরিয়া এলাকার কাদির চকিদারের ছেলে আনোয়ার হোসেন (২৩), উত্তর চরবংশীর স্বপন হাওলাদারের ছেলে আমির হোসেন (২৪) ও কামাল গাজীর ছেলে বোরহান উদ্দিন (৩০)।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকার করায় আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল ও সাতটি নৌকা জব্দ করা হয়েছে। আটক সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার মাঝ রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকার চান্দার খাল এলাকার মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জেলেকে ১৫ দিন ও একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অভিযান পরিচালনার সময় মৎস্য কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁন বলেন, মা ইলিশ রক্ষায় ও জাটকা সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ১৮ অক্টোবর পর্যন্ত ৬০টি মোবাইল কোর্টের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল,৮টি ইঞ্জিন চালিত নৌকা, প্রায় ৫০ কেজি ইলিশ ও ১৫ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৬ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৭ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে