Ajker Patrika

মনসা পূজা ঘিরে কাপ্তাইয়ে কদর বেড়েছে পাহাড়ি ছাগলের

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
মনসা পূজা ঘিরে কাপ্তাইয়ে কদর বেড়েছে পাহাড়ি ছাগলের

সনাতনী সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে পাঠা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের। এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে জমে উঠেছে ছাগলের হাট। 

আজ রোববার সকালে রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, ছাগল কিনতে দূর দুরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশি বিক্রি হতে দেখা গেছে। 

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রি করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, নিজ ঘরে তিনি বেশ কয়েক বছর ধরে ছাগল পালন করছেন। প্রতি বছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রি করে বেশ লাভবান হন। তাই এবারও ছাগল বিক্রি করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা তাঁর। 

ছাগল বিক্রেতা, ইসমাইল, উচিমং, কাদেরের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এ বছর পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন। এ ছাড়া মাঝারি আকারের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশি। 

অন্যদিকে ছাগল কিনতে আসা চন্দ্রঘোনার বাসিন্দা সুনীল দে, রবি দাশ, রাঙ্গুনিয়ার বাসিন্দা অজয় চৌধুরী, ত্রিদিপ বনিকসহ কয়েকজন ক্রেতা জানান, তাঁরা প্রায় প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায়। এই হাটে বিক্রি করতে আনা বেশির ভাগ ছাগলই সাধারণত পাহাড়ের বাড়িগুলোতে লালন-পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারোহ থাকলেও দাম অত্যধিক চড়া বলে তাঁরা জানান। 

রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার বলেন, কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী একটি হাট এটি। যেখানে প্রতি বছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এ সময়ে জমজমাট ছাগলের হাট বসে। এবারও রাইখালীর এই ছাগলের হাট জমজমাট হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

তোফায়েল আহমেদ হাসপাতালে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত