কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
সনাতনী সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে পাঠা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের। এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে জমে উঠেছে ছাগলের হাট।
আজ রোববার সকালে রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, ছাগল কিনতে দূর দুরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশি বিক্রি হতে দেখা গেছে।
কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রি করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, নিজ ঘরে তিনি বেশ কয়েক বছর ধরে ছাগল পালন করছেন। প্রতি বছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রি করে বেশ লাভবান হন। তাই এবারও ছাগল বিক্রি করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা তাঁর।
ছাগল বিক্রেতা, ইসমাইল, উচিমং, কাদেরের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এ বছর পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন। এ ছাড়া মাঝারি আকারের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশি।
অন্যদিকে ছাগল কিনতে আসা চন্দ্রঘোনার বাসিন্দা সুনীল দে, রবি দাশ, রাঙ্গুনিয়ার বাসিন্দা অজয় চৌধুরী, ত্রিদিপ বনিকসহ কয়েকজন ক্রেতা জানান, তাঁরা প্রায় প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায়। এই হাটে বিক্রি করতে আনা বেশির ভাগ ছাগলই সাধারণত পাহাড়ের বাড়িগুলোতে লালন-পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারোহ থাকলেও দাম অত্যধিক চড়া বলে তাঁরা জানান।
রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার বলেন, কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী একটি হাট এটি। যেখানে প্রতি বছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এ সময়ে জমজমাট ছাগলের হাট বসে। এবারও রাইখালীর এই ছাগলের হাট জমজমাট হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছেন।
সনাতনী সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে পাঠা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের। এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে জমে উঠেছে ছাগলের হাট।
আজ রোববার সকালে রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, ছাগল কিনতে দূর দুরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশি বিক্রি হতে দেখা গেছে।
কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রি করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, নিজ ঘরে তিনি বেশ কয়েক বছর ধরে ছাগল পালন করছেন। প্রতি বছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রি করে বেশ লাভবান হন। তাই এবারও ছাগল বিক্রি করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা তাঁর।
ছাগল বিক্রেতা, ইসমাইল, উচিমং, কাদেরের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এ বছর পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন। এ ছাড়া মাঝারি আকারের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশি।
অন্যদিকে ছাগল কিনতে আসা চন্দ্রঘোনার বাসিন্দা সুনীল দে, রবি দাশ, রাঙ্গুনিয়ার বাসিন্দা অজয় চৌধুরী, ত্রিদিপ বনিকসহ কয়েকজন ক্রেতা জানান, তাঁরা প্রায় প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায়। এই হাটে বিক্রি করতে আনা বেশির ভাগ ছাগলই সাধারণত পাহাড়ের বাড়িগুলোতে লালন-পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারোহ থাকলেও দাম অত্যধিক চড়া বলে তাঁরা জানান।
রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার বলেন, কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী একটি হাট এটি। যেখানে প্রতি বছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এ সময়ে জমজমাট ছাগলের হাট বসে। এবারও রাইখালীর এই ছাগলের হাট জমজমাট হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছেন।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে