কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে ১৭ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর এই শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে জানান মেয়েটির পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার সকালে উক্ত ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় ওই যুবককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
অভিযুক্ত যুবক মো. ইয়াছিন মানিক (২৫) একই এলাকার আবু তাহের গাজীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর অভিযুক্ত যুবক মানিক মেয়েটার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে তার খালা ও অন্য সদস্যরা এসে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর যুবকের পরিবারের সদস্যরা এসে বিষয়টি মীমাংসা করা হবে এরূপ প্রতিশ্রুতিতে যুবকটিকে তাদের ঘরে নিয়ে যায়। কিশোরীর পরিবার উক্ত যুবকের বাসায় ভাড়া থাকে। ঘটনার সময় কিশোরীর মা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় অবস্থান করছিলেন এবং কিশোরী ও তার ছোট ভাই পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে যুবকটি কিশোরীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানা যায়। কিশোরীটি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি শুক্রবার সকালে ঘটনাটি জেনেছেন।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, এ বিষয়ে মেয়েটির পরিবার শুক্রবার সকালে ওই যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে ১৭ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর এই শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে জানান মেয়েটির পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার সকালে উক্ত ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় ওই যুবককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
অভিযুক্ত যুবক মো. ইয়াছিন মানিক (২৫) একই এলাকার আবু তাহের গাজীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর অভিযুক্ত যুবক মানিক মেয়েটার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে তার খালা ও অন্য সদস্যরা এসে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর যুবকের পরিবারের সদস্যরা এসে বিষয়টি মীমাংসা করা হবে এরূপ প্রতিশ্রুতিতে যুবকটিকে তাদের ঘরে নিয়ে যায়। কিশোরীর পরিবার উক্ত যুবকের বাসায় ভাড়া থাকে। ঘটনার সময় কিশোরীর মা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় অবস্থান করছিলেন এবং কিশোরী ও তার ছোট ভাই পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে যুবকটি কিশোরীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানা যায়। কিশোরীটি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি শুক্রবার সকালে ঘটনাটি জেনেছেন।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, এ বিষয়ে মেয়েটির পরিবার শুক্রবার সকালে ওই যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
২ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
২ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
৩ ঘণ্টা আগে