Ajker Patrika

প্রধানমন্ত্রীর ডাকের গুঞ্জনের মধ্যে সকালে চট্টগ্রাম ছাড়েন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৭: ০৩
প্রধানমন্ত্রীর ডাকের গুঞ্জনের মধ্যে সকালে চট্টগ্রাম ছাড়েন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন বলে গুঞ্জনের মধ্যে আজ শুক্রবার সকালে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন। 

তামিম ইকবালের চাচা আজম খান আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার কাজি বাড়ি মসজিদ গলির বাড়ি থেকে বের হন। তাঁর সঙ্গে ছিলেন মা নুসরাত খানও।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের দেখা করার কথা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার দেশের সকল মানুষকে চমকে দেওয়া এক সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রামের বাড়িতে রাতে ছিলেন তিনি।

অনেক দিন ধরেই ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। বুধবার চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল। 

গতকাল সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছিলেন তামিম। তিনি বলেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত