নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের পরিবারকে ১০ লাখ ২৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেন (আইটিএফ) ও বাংলাদেশ মেরিনারদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সের হাতে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) কর্মকর্তারা এই সহায়তা তুলে দেন।
এর আগে, বেলা ১১টায় চট্টগ্রাম মহানগরের বারিক বিল্ডিং মোড় সংলগ্ন পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে বিএমএমওএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। এ সময় সংগঠনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী ও নিহত হাদিসুরের ছোট ভাই প্রিন্স উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, ‘বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় হাদিসুর নিহত হওয়ার পর আমরা জানতে পারি হাদিসুর তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ ঘটনায় আমরা তার পরিবারকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিই। ওই ধারাবাহিকতায় আজ তার ছোট ভাইয়ের হাতে আমরা ১০ লাখ ২৭ হাজার ১৭৭ টাকা তুলে দিয়েছি। আমাদের মেরিনার এবং ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) পক্ষ থেকে এই টাকা প্রদান করা হয়।’
ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী আরও বলেন, ‘এর আগেও আমরা তাদের পরিবারকে আর্থিক সহায়তা পাঠিয়েছি। ওই সময় আমরা আমাদের মেরিনারদের হাদিসুরের বাবার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো জন্য বলেছিলাম। সে সময় দুই দফায় একবার ১১ লাখ, অন্যবার ৩ লাখ টাকা তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।’
শাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা এই ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছিলাম। কমিটিতে আমাদের (বিএমএমওএ) দুজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় তদন্ত কমিটি গঠন করা হলেও সেখানে অ্যাসোসিয়েশনের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। ৩০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা থাকলেও আমরা এখনো কোনো তদন্ত প্রতিবেদন পাইনি।’
সংবাদ সম্মেলনে হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স দুঃসময়ে তার পরিবারের পাশ থাকার জন্য বিএমএমওএ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের পরিবারকে ১০ লাখ ২৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেন (আইটিএফ) ও বাংলাদেশ মেরিনারদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সের হাতে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) কর্মকর্তারা এই সহায়তা তুলে দেন।
এর আগে, বেলা ১১টায় চট্টগ্রাম মহানগরের বারিক বিল্ডিং মোড় সংলগ্ন পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে বিএমএমওএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। এ সময় সংগঠনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী ও নিহত হাদিসুরের ছোট ভাই প্রিন্স উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, ‘বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় হাদিসুর নিহত হওয়ার পর আমরা জানতে পারি হাদিসুর তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ ঘটনায় আমরা তার পরিবারকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিই। ওই ধারাবাহিকতায় আজ তার ছোট ভাইয়ের হাতে আমরা ১০ লাখ ২৭ হাজার ১৭৭ টাকা তুলে দিয়েছি। আমাদের মেরিনার এবং ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) পক্ষ থেকে এই টাকা প্রদান করা হয়।’
ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী আরও বলেন, ‘এর আগেও আমরা তাদের পরিবারকে আর্থিক সহায়তা পাঠিয়েছি। ওই সময় আমরা আমাদের মেরিনারদের হাদিসুরের বাবার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো জন্য বলেছিলাম। সে সময় দুই দফায় একবার ১১ লাখ, অন্যবার ৩ লাখ টাকা তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।’
শাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা এই ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছিলাম। কমিটিতে আমাদের (বিএমএমওএ) দুজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় তদন্ত কমিটি গঠন করা হলেও সেখানে অ্যাসোসিয়েশনের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। ৩০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা থাকলেও আমরা এখনো কোনো তদন্ত প্রতিবেদন পাইনি।’
সংবাদ সম্মেলনে হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স দুঃসময়ে তার পরিবারের পাশ থাকার জন্য বিএমএমওএ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
৩৭ মিনিট আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৭ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৮ ঘণ্টা আগে