Ajker Patrika

চট্টগ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ২৫

প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২১, ১২: ৩৮
চট্টগ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ২৫

আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিয়ালের কামড়ে নারী–শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। গত শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন নোয়া রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আড়াই বছরের শিশু জোবাইদা, শোয়াইবুল ইসলাম (২০), নুর জাহান (৫০), নুরু আক্তার (৪৫), খালেদা আক্তার (৪০), শাহীন আক্তার (২০), জেসমিন আক্তার (২৪), মো. রোহান(৩), জমির উদ্দীন(৫০), বুলু আক্তার (৪০), নাজিম উদ্দীন (৪০), আশরফ আলী (৩২), শাহীন আক্তার (৩০), মাইশা আক্তার (৪), মো. হাসান (১৯), আবুল কাশেম( ৪৫), জুনায়েদসহ (১২) ১৭ জন। তাঁরা আনোয়ারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তা ছাড়া, ছেনেয়ারা বেগম (৫৫), মো. সেলিম (২৬), আবুল হাশেম (৫৫), সাবিত্রিসহ (৪৩) মোট ২৫ জন শিয়ালের কামড়ের শিকার হয়েছেন বলে জানা গেছে।

আহত নুর জাহান বলেন, ‘ঘটনার সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়িতে বিদ্যুৎ ছিল না। গরমের কারণে আমরা বাড়ির উঠানে বাহির হই, তখন আচমকা একটি শিয়াল এসে একের পর এক কামড়াতে থাকলে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ছোট ছেলেমেয়েদের শিয়ালের কামড় থেকে বাঁচাতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।’

স্থানীয় ইউপি সদস্য চাঁদ মিয়া জানায়, শনিবার (২৯ মে ) মাগরিবের নামাজের পর থেকে রাত ৮টা পর্যন্ত একটি শিয়াল আচমকা এলাকার বসতবাড়িতে ঢুকে নারী-পুরুষসহ ২৫–৩০ জনকে কামড় দেয়।

মেডিকেল অফিসার এইচ এম মুতাসির জাহিন জানান, শিয়ালের কামড়ের ঘটনায় আনোয়ারা হাসপাতালে ১৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আড়াই বছরের শিশু জোবাইদাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. আবু জাহিদ মো. সাইফুদ্দিন জানায়, আনোয়ারার কৈখাইনে শিয়ালে কামড়ের ঘটনায় আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আহতদের ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, কুকুরে কামড়ালে যেমন জলাতঙ্ক রোগ হয় তেমনি শিয়ালে কামড়ালেও একই রোগ হয়। তাই আহতদের ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানানো হয়।

এ ঘটনার পর এলাকাবাসী রাতেই শিয়ালটিকে মেরে ফেলেছে বলে জানা গেছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত