নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এঁদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকার মূল সড়কে এই ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭ নাগাদ চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাউজানে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আহতদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উনিও (গোলাম আকবর খোন্দকার) এসে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, আহতরা সবাই লাঠিসোঁটা ও ইটপাটকেলে আঘাতপ্রাপ্ত হন। গুলিবিদ্ধ কেউ হাসপাতালে আসেননি। অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে ক্যাজুয়েলিটিসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এর আগে বিকেলে উপজেলার সড়কপথের প্রবেশমুখ সত্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে প্রাথমিকভাবে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানায়।
নেতা-কর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বিকেলে নেতা-কর্মীদের নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক প্রয়াত সহসভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে সত্তারঘাট এলাকায় মুখোমুখি হয় গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে। তাঁদের ৯ আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল।
এ সময় গিয়াসের অনুসারীরা সড়কে অবরোধ সৃষ্টি করে গোলাম আকবরের গাড়ির বহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পাল্টা খোন্দকারের অনুসারীরা গিয়াস কাদের অনুসারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
একপর্যায়ে গিয়াস অনুসারীরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে খোন্দকারের গাড়ির বহরের কাছে চলে আসেন। এ সময় গোলাম আকবর খোন্দকারের গাড়ি ভাঙচুর, চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া রাউজান থানার ওসির গাড়িও ভাঙচুরের শিকার হয়।
তবে সংঘর্ষে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানতে চাইলে বিএনপি নেতা গোলাম আকবরের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ বলেন, ‘আমরা সুলতানপুরে প্রয়াত নেতা মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলাম। সত্তারঘাট এলাকায় আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘হামলাকারীরা আগে থেকে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিল। আমাদের গাড়িবহর মূল সড়ক দিয়ে যাওয়ার পথেই হামলা শুরু হয়। গুলিও ছোড়া হয়।’ হামলায় গোলাম আকবরসহ তাঁদের পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার কথা জানান অর্জুন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, ‘গিয়াস উদ্দিন কাদের নির্দেশে এ অশুভ পরিকল্পনা হয়েছে। সকাল থেকে সত্তারঘাট থেকে সুলতানপুর পর্যন্ত এলাকাজুড়ে তাদের অবস্থান নেওয়ার খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছিলাম।’
তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আশ্বস্ত করার পর তাঁরা সেখানে গিয়েছিলেন এবং সত্তারঘাট সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে দলের আরেক নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের। ৫ আগস্ট সরকার পতনের পর দুই নেতার অনুসারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
এদিকে ঘটনার পর সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অতিসত্বর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এঁদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকার মূল সড়কে এই ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭ নাগাদ চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাউজানে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আহতদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উনিও (গোলাম আকবর খোন্দকার) এসে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, আহতরা সবাই লাঠিসোঁটা ও ইটপাটকেলে আঘাতপ্রাপ্ত হন। গুলিবিদ্ধ কেউ হাসপাতালে আসেননি। অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে ক্যাজুয়েলিটিসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এর আগে বিকেলে উপজেলার সড়কপথের প্রবেশমুখ সত্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে প্রাথমিকভাবে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানায়।
নেতা-কর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বিকেলে নেতা-কর্মীদের নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক প্রয়াত সহসভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে সত্তারঘাট এলাকায় মুখোমুখি হয় গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে। তাঁদের ৯ আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল।
এ সময় গিয়াসের অনুসারীরা সড়কে অবরোধ সৃষ্টি করে গোলাম আকবরের গাড়ির বহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পাল্টা খোন্দকারের অনুসারীরা গিয়াস কাদের অনুসারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
একপর্যায়ে গিয়াস অনুসারীরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে খোন্দকারের গাড়ির বহরের কাছে চলে আসেন। এ সময় গোলাম আকবর খোন্দকারের গাড়ি ভাঙচুর, চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া রাউজান থানার ওসির গাড়িও ভাঙচুরের শিকার হয়।
তবে সংঘর্ষে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানতে চাইলে বিএনপি নেতা গোলাম আকবরের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ বলেন, ‘আমরা সুলতানপুরে প্রয়াত নেতা মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলাম। সত্তারঘাট এলাকায় আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘হামলাকারীরা আগে থেকে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিল। আমাদের গাড়িবহর মূল সড়ক দিয়ে যাওয়ার পথেই হামলা শুরু হয়। গুলিও ছোড়া হয়।’ হামলায় গোলাম আকবরসহ তাঁদের পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার কথা জানান অর্জুন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, ‘গিয়াস উদ্দিন কাদের নির্দেশে এ অশুভ পরিকল্পনা হয়েছে। সকাল থেকে সত্তারঘাট থেকে সুলতানপুর পর্যন্ত এলাকাজুড়ে তাদের অবস্থান নেওয়ার খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছিলাম।’
তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আশ্বস্ত করার পর তাঁরা সেখানে গিয়েছিলেন এবং সত্তারঘাট সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে দলের আরেক নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের। ৫ আগস্ট সরকার পতনের পর দুই নেতার অনুসারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
এদিকে ঘটনার পর সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অতিসত্বর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩১ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে