Ajker Patrika

উপাচার্যের পদত্যাগ দাবিতে চাঁবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চাঁদপুর প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগ দাবিতে চাঁবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) শিক্ষার্থীরা। ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় ও শত শত যানবাহন আটকা পড়ে।

আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে শহরের খলিশাডুলি ওয়াবদাগেইট সড়কে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাসিম আখতারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে দুপুর পর্যন্ত সড়কের শৃঙ্খলা ফিরাতে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের কাউকে দেখা যায়নি। একদিনের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বেলা ১টার দিকে সড়ক থেকে সরে কর্মসূচি সমাপ্ত করেন তারা।

গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে রাখে। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্য নাসিম আখতার ও রেজিস্ট্রার মেজর মো. আবদুল হাই (অব.) এর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

এতেও কোনো সমাধান না হওয়ায় গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন ফখরুদ্দিন ওমর, সায়েম, রাকিবুল, কবির, নিহাল ও মো. সিয়াম হোসেন।

এদিকে পদত্যাগের দাবি ওঠার পর থেকেই উপাচার্য আত্মগোপনে রয়েছেন এবং সংবাদমাধ্যমকে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনটি বিষয়ে ১৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত