Ajker Patrika

ওয়ার্ড সভাপতিকে হত্যার হুমকি উপজেলা আ. লীগ সভাপতির, থানায় জিডি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ওয়ার্ড সভাপতিকে হত্যার হুমকি উপজেলা আ. লীগ সভাপতির, থানায় জিডি

ফেনীর পরশুরামে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি এই জিডি করেন। তিনি পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি বিলোনিয়া স্থলবন্দর শ্রমিক ইউনিয়নেরও সভাপতির দায়িত্বে আছেন।

জিডিতে বলা হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিলোনিয়া স্থলবন্দর এলাকায় অনুষ্ঠিত এক সভায় কামাল উদ্দিন মজুমদার অকথ্য ভাষায় গালিগালাজ করে উপস্থিত সবার সামনে ইব্রাহিমকে হত্যার হুমকি দেন। বর্তমানে তিনি তাঁর পরিবার-পরিজনকে নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন।

এ নিয়ে জানতে চাইলে অভিযুক্ত কামাল উদ্দিন মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তি তিনি ফোন রিসিভ করেননি।

এ নিয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। এরপর থানার উপপরিদর্শক মনিরুল ইসলামকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত