Ajker Patrika

বাবার পক্ষে ভোটের মাঠে তথ্যমন্ত্রীর দুই মেয়ে ও এক ছেলে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭: ০৬
বাবার পক্ষে ভোটের মাঠে তথ্যমন্ত্রীর দুই মেয়ে ও এক ছেলে 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে থেকে নৌকা প্রতীকে লড়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাই এ আসনে নৌকাকে জয়ী করে বাবার জন্য ভোট চেয়ে রাঙ্গুনিয়ার ভোটারদের কাছে যান তাঁর তিন সন্তান। 

গতকাল বুধবার সকাল থেকে রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচুবাগানসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে প্রচারপত্র বিলি করেন এবং পথসভায় বক্তব্য দেন। মুজিব কোর্ট গায়ে তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে ও দুই মেয়ে ভোট প্রার্থনার সময় উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। 

হাছান মাহমুদের ছেলে সাফওয়ান মাহমুদ বাবার জন্য প্রচারপত্র বিতরণ করেন। ছবি: সংগৃহীতএ সময় হাছান মাহমুদের ছেলে সাফওয়ান মাহমুদকে বলতে শোনা যায়, ‘আমার বাবা গত ১৫ বছর আপনাদের সেবা করেছেন। তিনি যেন আরও সেবা করতে পারেন এবং রাঙ্গুনিয়ার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আমার বাবাকে নৌকায় ভোট দিন।’ 

হাছান মাহমুদের মেয়ে প্রচারপত্র বিতরণ করেন। ছবি: সংগৃহীতউপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ জানান, তথ্যমন্ত্রীর তিন সন্তান আজ রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বাবার জন্য নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তাঁরা এলাকাবাসীর কাছে তাঁদের বাবাকে আবারও সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত