ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীরগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দেওয়ায় হযরত আলী নামে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের বাইশমৌজা বাজার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
হযরত আলী স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের সমর্থক। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করেন আলী।
হযরত আলীর অভিযোগ, বুথের ভেতরে ঢুকে আওয়ামী লীগ সভাপতি হোসেন সরকার ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে আমাকেও নৌকায় ভোট দিতে বলেন। কিন্তু আমি নিজের ইচ্ছামতো ভোট দেব বলে তাঁকে জানাই। এরপর ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর সে আমাকে মারধর করে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বাইশমৌজা বাজার ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল আজিজ বলেন, অভিযোগ ওঠার পর হোসেন সরকারকে সতর্ক করে কেন্দ্র থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। কোনো অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কেন্দ্রে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও অবস্থান করছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীরগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দেওয়ায় হযরত আলী নামে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের বাইশমৌজা বাজার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
হযরত আলী স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের সমর্থক। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করেন আলী।
হযরত আলীর অভিযোগ, বুথের ভেতরে ঢুকে আওয়ামী লীগ সভাপতি হোসেন সরকার ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে আমাকেও নৌকায় ভোট দিতে বলেন। কিন্তু আমি নিজের ইচ্ছামতো ভোট দেব বলে তাঁকে জানাই। এরপর ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর সে আমাকে মারধর করে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বাইশমৌজা বাজার ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল আজিজ বলেন, অভিযোগ ওঠার পর হোসেন সরকারকে সতর্ক করে কেন্দ্র থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। কোনো অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কেন্দ্রে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও অবস্থান করছেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে ৯ টার দিকে জাটিয়া ইউনিয়নের কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সামনে যেতেই ওই ছাত্রীকে ব্যাটারি চালিত ইজিবাইকে তুলে নিয়ে যায় কাউসার মিয়া। ইজিবাইকটি মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে পৌঁছলে হুমায়ূন ইজিবাইকে ওঠে।
২৬ মিনিট আগেধর্ষণের পর ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু তারা প্রকৃত ঘটনা না জেনে উল্টো নারীকেই দোষারোপ করে মারধর শুরু করে এবং সেই অবস্থায় ভিডিও ধারণ করে। পরে তারা বুঝতে পারে, ওই নারী আসলে ধর্ষণের শিকার।
৩৮ মিনিট আগেচৌমুহনী দক্ষিণ বাজারের বাসিন্দা মামুনুর রশিদ বলেন, “বাজারের ভেতরে খালের অস্তিত্বই নেই। আবর্জনা ফেলে দখল করে স্থাপনা গড়া হয়েছে। ক্ষমতার পালাবদল হলেও কাউকে উচ্ছেদ করা হয়নি।”
১ ঘণ্টা আগের্যাব জানায়, গ্রেপ্তারকৃত জাহেদ তিন সন্তানের জনক। সে ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশি। গত ৬ জানুয়ারি সকালে ভিকটিম বাড়ির পাশে ধান শুকানোর জন্য মাঠে যায়। ওই সময় জাহেদ কিশোরীর মুখে চেতনানাশক স্প্রে করে অপহরণ করে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় গোলাইপ্পার দোকানের পেছনে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে