নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক হিন্দুবাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোর ৬টার দিকে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের মিনা বাজারের পাশের একটি বাড়ি দখলের চেষ্টা করা হয়। ওই বাড়ির মালিক ঝর্ণা রানী নাথ অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ৮-১০ জন লোক এসে বাড়ি ছেড়ে যেতে বলে। তাঁরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন তিনি।
ঝর্ণা রানী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫ সালেও একবার জায়গা দখলের চেষ্টা করেছিল তারা। তখন পুলিশের সহায়তায় তা আর সম্ভব হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গতকাল তিনজন, আজ ৮-১০ জন এসে বাড়ি ছাড়ার হুমকি দেয়। বাড়ি না ছাড়লে একটি বাসা ভাঙচুর করা হয়। স্বর্ণের চেন লুট করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। জাকির হোসেন ও তাঁর ছেলে বাইতুল আজগর ৮-১০ জন নিয়ে এসে জায়গা দখলের চেষ্টা করে। জাকির আওয়ামী লীগ ও বাইতুল আজগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানতাম।’
ঝরনা রানী নাথের আত্মীয় সুমন নাথ বলেন, ‘গতকাল বিকেলে ৫টার দিকে প্রথমে চারজন আসে। তারা ১২ ঘণ্টা সময় দিয়ে যায়। এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তারপর আজ ভোরে এসে ৮-১০ জন জায়গা দখলের চেষ্টা করে। এর মধ্যে ঝর্ণা নাথের বোন সৌমিতা দেবনাথের স্বর্ণের চেন কেড়ে নিয়ে যায়। মোবাইল ফোনও নিয়ে যায়। বাসা ভাঙচুর করা হয়।’
ভাঙচুর ও মারধরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আজকের পত্রিকা। সেখানে দেখা যায়, আজ ভোর ৬টা ২ মিনিটের দিকে হাতুড়ি, রড, লাঠি হাতে চারজন সুমন দেবনাথসহ দুজনের ওপর হামলা করেন। এ সময় প্রতিরোধের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হন।
সিসিটিভির ফুটেজ দেখিয়ে ঝর্ণা নাথ বলেন, ‘লাঠি বয়স্ক ব্যক্তিটি জাকির হোসেন। গোলাপি টিশার্ট পরা তাঁর ছেলে বাইতুল আজগর। অন্যরা তাঁদের সহযোগী। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’
ঝর্ণা রানী নাথের মেয়ে দেবযানী দেবি আজকের পত্রিকাকে বলেন, হামলার খবরটি বৈষম্যবিরোধী ছাত্রদের জানালে তারা এসে আমাদের উদ্ধার করেন। ওনারা অনেক সাহায্য করেছেন। সেনাবাহিনী এসে আমার মাকে উদ্ধার করেন।
জাকির হোসেনের বাড়ি পাঁচলাইশের ষোলকবহর এলাকায়। তিনি দাবি করেন, জায়গাটি তাঁদের। এই সময়ে জায়গা দখলে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে এখন জায়গা উদ্ধারের সময়, সে জন্য।’ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না জানতে চাইলে তিনি হেসে তা অস্বীকার করেন।
জাকির হোসেনের ছেলে বাইতুল আজগরের মোবাইলে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চট্টগ্রামে এক হিন্দুবাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোর ৬টার দিকে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের মিনা বাজারের পাশের একটি বাড়ি দখলের চেষ্টা করা হয়। ওই বাড়ির মালিক ঝর্ণা রানী নাথ অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ৮-১০ জন লোক এসে বাড়ি ছেড়ে যেতে বলে। তাঁরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন তিনি।
ঝর্ণা রানী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫ সালেও একবার জায়গা দখলের চেষ্টা করেছিল তারা। তখন পুলিশের সহায়তায় তা আর সম্ভব হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গতকাল তিনজন, আজ ৮-১০ জন এসে বাড়ি ছাড়ার হুমকি দেয়। বাড়ি না ছাড়লে একটি বাসা ভাঙচুর করা হয়। স্বর্ণের চেন লুট করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। জাকির হোসেন ও তাঁর ছেলে বাইতুল আজগর ৮-১০ জন নিয়ে এসে জায়গা দখলের চেষ্টা করে। জাকির আওয়ামী লীগ ও বাইতুল আজগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানতাম।’
ঝরনা রানী নাথের আত্মীয় সুমন নাথ বলেন, ‘গতকাল বিকেলে ৫টার দিকে প্রথমে চারজন আসে। তারা ১২ ঘণ্টা সময় দিয়ে যায়। এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তারপর আজ ভোরে এসে ৮-১০ জন জায়গা দখলের চেষ্টা করে। এর মধ্যে ঝর্ণা নাথের বোন সৌমিতা দেবনাথের স্বর্ণের চেন কেড়ে নিয়ে যায়। মোবাইল ফোনও নিয়ে যায়। বাসা ভাঙচুর করা হয়।’
ভাঙচুর ও মারধরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আজকের পত্রিকা। সেখানে দেখা যায়, আজ ভোর ৬টা ২ মিনিটের দিকে হাতুড়ি, রড, লাঠি হাতে চারজন সুমন দেবনাথসহ দুজনের ওপর হামলা করেন। এ সময় প্রতিরোধের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হন।
সিসিটিভির ফুটেজ দেখিয়ে ঝর্ণা নাথ বলেন, ‘লাঠি বয়স্ক ব্যক্তিটি জাকির হোসেন। গোলাপি টিশার্ট পরা তাঁর ছেলে বাইতুল আজগর। অন্যরা তাঁদের সহযোগী। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’
ঝর্ণা রানী নাথের মেয়ে দেবযানী দেবি আজকের পত্রিকাকে বলেন, হামলার খবরটি বৈষম্যবিরোধী ছাত্রদের জানালে তারা এসে আমাদের উদ্ধার করেন। ওনারা অনেক সাহায্য করেছেন। সেনাবাহিনী এসে আমার মাকে উদ্ধার করেন।
জাকির হোসেনের বাড়ি পাঁচলাইশের ষোলকবহর এলাকায়। তিনি দাবি করেন, জায়গাটি তাঁদের। এই সময়ে জায়গা দখলে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে এখন জায়গা উদ্ধারের সময়, সে জন্য।’ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না জানতে চাইলে তিনি হেসে তা অস্বীকার করেন।
জাকির হোসেনের ছেলে বাইতুল আজগরের মোবাইলে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৪১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে