Ajker Patrika

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা

বান্দরবান প্রতিনিধি
জেলা পরিষদের হলরুমে চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব নিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা
জেলা পরিষদের হলরুমে চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব নিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য দায়িত্ব নিয়েছেন। আজ সোমবার জেলা পরিষদের হলরুমে তাঁদের অভিষেক হয়।

এ সময় যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর কাছে যোগদানপত্র জমা দেন। অনুষ্ঠানে পরিষদে ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সদস্যরা হলেন রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মারমা ও খুরশিদা ইসহাক। অনুষ্ঠানে তাঁরা পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাসহ সদস্যরা আত্মগোপনে চলে যান। পরে ৭ নভেম্বর নতুন পরিষদ গঠন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত